Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ২২ আগস্ট ২০১৮ , সময়- ৭:০৪ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
অটলবিহারী বাজপেয়ীর অবস্থা সঙ্কটজনক আলোর গতিতে বাংলার আকাশ ছাড়িয়ে বহির্বিশ্বে বঙ্গবন্ধুর নাম গভীর শোক আর শ্রদ্ধায় জাতি স্মরণ করলো বঙ্গবন্ধুকে বাংলাদেশ সরকার গণগ্রেপ্তার চালাচ্ছে - এইচআরডব্লিউ : বিশ্লেষক প্রতিক্রিয়া বঙ্গবন্ধু হত্যায় জড়িত ছিল দেশি-বিদেশি আন্তর্জাতিক চক্র : সেলিম জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে : কামরুল নির্বাচনে বিশ্বাস করি, ভোটের লড়াই করে ক্ষমতায় যেতে চাই : মোহাম্মদ নাসিম কাবুলে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় ৪৮ জন নিহত এখন পর্যন্ত ৪০ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু  বীর মুক্তিযোদ্ধা গোলাম সারওয়ারকে শেষ বিদায় জানালেন বানারীপাড়াবাসী

এবার ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনসহ ২৩১টি মণ্ডপে পুজা উদযাপিত হবে


জাতীয় ডেষ্ক

আপডেট সময়: ১৩ সেপ্টেম্বর ২০১৭ ৮:২৬ পিএম:
এবার ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনসহ ২৩১টি মণ্ডপে পুজা উদযাপিত হবে

কড়া নিরাপত্তার বলয়ে হিন্দু ধর্মাবলম্বী সম্প্রদায়ের বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উৎসব উদযাপনের সার্বিক প্রস্তুতি শেষ৷ এবার ২৯ হাজার ৫০০ মণ্ডপে পুজো অনুষ্ঠিত হবে৷ ঢাকায় এবার ঐতিহ্যবাহী ঢাকেশ্বরী মন্দির ও রামকৃষ্ণ মিশনসহ ২৩১টি মণ্ডপে পুজা উদযাপিত হবে।

কিছু সংবাদ মাধ্যমের রিপোর্ট, রোহিঙ্গা ইস্যুকে কেন্দ্র করে কোনও দুর্বৃত্তচক্র পুজোর সময় নাশকতা চালানোর চেষ্টা করতে পারে। তবে পুলিশ ও পুজা উদযাপন কমিটির নেতারা বলছেন— ‘এখনও এমন কোনও আশঙ্কার আভাস তারা পাননি। তবে সতর্কতা জারি করা হচ্ছে৷ পুলিশ জনসংযোগ বিভাগের তরফে জানানো হয়েছে, যে কোনও নাশকতা ঠেকাতেই পুলিশ সবসময় তৎপর৷

ঢাকা মহানগর পুলিশ জানিয়েছে, রাজধানীর ২৩১টি পুজো মণ্ডপের মধ্যে ‘এ’ ক্যাটাগরিতে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে ঢাকেশ্বরী মন্দির, রামকৃষ্ণ মিশন, ধানমন্ডি ও বনানীর মণ্ডপ। ‘বি’ ক্যাটাগরিতে রমনার কালীমন্দির, সিদ্ধেশ্বরী ও উত্তরায় মণ্ডপগুলি৷

এছাড়া নগরীর ৮৮টি মণ্ডপ অধিক গুরুত্বপূর্ণ, ৮৩টি তুলনামূলক কম গুরুত্বপূর্ণ এবং অন্যগুলোকে সাধারণ ক্যাটাগরিতে রাখা হয়েছে। তবে প্রতিটি মণ্ডপেই পর্যাপ্ত সংখ্যক পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পাশাপাশি গোয়েন্দারা

পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তাপস কুমার পাল জানিয়েছেন, গত বছর সারাদেশে ২৯ হাজার ৪৩৫টি মণ্ডপে পুজা উদযাপিত হয়েছে। এবার আরও কিছু বেড়ে ২৯ হাজার পাঁচশ হতে পারে। এর মধ্যে ঢাকাতেই ২৩১টি মণ্ডপে পুজা উদযাপন করার কথা রয়েছে।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top