Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮ , সময়- ৭:৫৩ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
কবি বেলাল চৌধুরীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক সাংবাদিকের ওপর নির্যাতনের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেয়া হবে : ডিএমপি কমিশনার    রানা প্লাজার ধস : ২৪ এপ্রিল শ্রমিক নিরাপত্তা দিবস ঘোষণার দাবি । প্রজন্মকণ্ঠ দেশের অর্থনীতি শিগগিরই ভারত, মেক্সিকো ও তুরস্কের মতো হবে : সজীব ওয়াজেদ  আজ সানরাইর্জাস হায়দরাবাদের মুখোমুখি মুম্বাই ইন্ডিয়ানস । প্রজন্মকণ্ঠ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ফেসবুক পেজ হ্যাকড, তারেকের পাসপোর্টকে নিয়ে দেয়া পোস্ট উধাও  এবার গ্লোবাল উইমেন’স লিডারশিপ অ্যাওয়ার্ড পাচ্ছেন প্রধানমন্ত্রী গাজীপুর সিটি :  মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ  শেখ হাসিনার ‘সাহসী ও নির্ভীক নেতৃত্বের’ প্রশংসা করেছেন নরেন্দ্র মোদি শেখ হাসিনা কবি বেলাল চৌধুরী আর নেই । প্রজন্মকণ্ঠ

নতুন দল নিবন্ধনে সিইসির কাছে সময়সীমা বৃদ্ধির দাবি


অনলাইন ডেস্ক

আপডেট সময়: ২৭ ডিসেম্বর ২০১৭ ১০:১৬ এএম:
নতুন দল নিবন্ধনে সিইসির কাছে সময়সীমা বৃদ্ধির দাবি

সিইসির কাছে সময়সীমা বৃদ্ধির দাবি নির্বাচন কমিশনের (ইসি) জারিকৃত দল নিবন্ধন আবেদনের সময়সীমা বৃদ্ধির দাবি জানিয়েছে কয়েকটি নতুন রাজনৈতিক দল। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কেএম নূরুল হুদার বরাবর সময় বৃদ্ধির আবেদন জানিয়েছেন।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম স্বাক্ষরিত আবেদনে বলা হয়েছে, পাঁচ বছর পর পর নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের দরখাস্ত আহ্বান করা হয়। ২০১৩ সালের পর গত ৩১ অক্টোবর’১৭ নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। উক্ত বিজ্ঞপ্তি অনুসারে আগামী ৩১ ডিসেম্বর ২০১৭ রাজনৈতিক দলের নিবন্ধনের দরখাস্ত জমাদানের শেষ তারিখ। শর্ত অনুসারে কেন্দ্রীয় কমিটিসহ ২২টি জেলা ও ১০০টি থানা কমিটি এবং উক্ত ১০০ থানার প্রতিটিতে ২০০ সদস্য সংবলিত তালিকা প্রদান করতে হবে। তাছাড়া প্রতিটি কমিটির সঙ্গে একটি কার্যালয় থাকার প্রমাণপত্র উপস্থাপন করতে হবে। উপরোক্ত শর্ত পূরণ করে আবেদন জমাদান একটি অতিশয় দুরূহ ও ব্যয়বহুল কাজ যা সম্পন্ন করা একটি নতুন দলের পক্ষে প্রায় অসম্ভব। বর্তমান সময়ে রাজনীতির প্রতি সমাজের মূল্যবোধ সম্পন্ন মানুষের বিশেষ করে নারীদের মাঝে ব্যাপক অনীহা কাজ করে। মানুষ রাজনৈতিক দলের সদস্য হতে চায় না এবং রাজনৈতিক দলের কথা শুনলে ঘর ভাড়া দিতে চায় না। জামানত ও ভাড়া অনেক বেশি চায়। ফলে উপযুক্ত জায়গায় অফিস ভাড়া নেয়া সম্ভব হচ্ছে না। এমতাবস্থায় বিজ্ঞপ্তিতে প্রদত্ত শর্ত পূরণের লক্ষ্যে ১২৩টি অফিস ও ১০০ থানা মিলে ২০,০০০ (বিশ হাজার) সদস্য অন্তর্ভুক্তিতে আমাদের আরও বেশি সময় প্রয়োজন।

আবেদনে তিনি আরও বলেন, নাগরিক সুবিধা বিবেচনা করে দেশে অনেক বিষয়ে সময় বৃদ্ধি করা হয়। রাজনৈতিক দল নিবন্ধন একটি অতি জনগুরুত্বপূর্ণ জাতীয় বিষয়। দেশে ভবিষ্যত্ জাতীয় নেতৃত্ব প্রতিষ্ঠার প্রক্রিয়াটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করা প্রয়োজন। বিষয়টি নিয়ে তাড়াহুড়া করলে ভুল ও অনৈতিক পন্থার সৃষ্টি হতে পারে যা ভবিষ্যতের জন্য সত্, মেধানির্ভর ও যোগ্য নেতৃত্ব সৃষ্টির পথে অন্তরায় হয়ে দাঁড়াবে। আমরা শর্ত পূরণ করে দল নিবন্ধনের আবেদন জমা দিতে চাই। এবার ব্যর্থ হলে আবার পাঁচ বছর অপেক্ষা করতে হবে, ততদিনে আমাদের দলের নেতা-কর্মীরা সত্ রাজনীতিতে উত্সাহ হারিয়ে ফেলবে এবং দেশের জন্য নতুন নেতৃত্ব সৃষ্টির সম্ভাবনার অপমৃত্যু ঘটবে। সুতরাং আমরা যাতে এ বছর নিবন্ধনের শর্ত পূরণ করে আবেদন জমা দিতে সক্ষম হই সেজন্য উক্ত দরখাস্ত জমাদানের তারিখ তিন মাস বৃদ্ধির প্রয়োজন।

ইসি সূত্রে জানা গেছে, বাংলাদেশে কংগ্রেসের মতো আরও বেশ কয়েকটি নতুন রাজনৈতিক দল সময়সীমা বৃদ্ধির জন্য আবেদন করেছেন। তবে বিষয়টি কমিশন দেখবে। কমিশন মনে করলে সময় বৃদ্ধি করতে পারে আবার নাও করতে পারে। 


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top