দেখে নিন এসআই নিয়োগের চূড়ান্ত ফল
অনলাইন ডেস্ক
আপডেট সময়: ৩১ ডিসেম্বর ২০১৭ ৫:৪০ পিএম:

পুলিশের উপপরিদর্শক এসআই (নিরস্ত্র) নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। আজ রোববার বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়। এতে মোট ১ হাজার ৫১১ জনকে এসআই পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে।
২০১৬ সালের বহিরাগত ক্যাডেট এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য ও পিআর সম্পন্ন করার পর এক বছর মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। প্রশিক্ষণ গ্রহণের জন্য তাদের বাংলাদেশ পুলিশ একাডেমি সারদায় পাঠানো হবে।
যোগদানের পর ২ বছর চাকরিকাল সফলভাবে সম্পন্ন করার পর তাদের স্থায়ী করা হবে।