মাগুরা মহম্মদপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ জন আটক
মোঃ কাশেমুর রহমান শ্রাবন, মাগুরা প্রতিনিধি
আপডেট সময়: ১ জানুয়ারী ২০১৮ ১০:৩৯ এএম:

মাগুরার মহম্মদপুরে ৫টি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৪ জনকে আটক করেছে মহম্মদপুর পুলিশ। শুক্রবার রাত থেকে শনিবার রাত পর্যুন্ত অভিযান চালিয়ে উপজেলার সুর্য্যুকুন্ডু ও মাগুরা শ্রীপুর এলাকা থেকে এ চোর চক্রের সদস্যদের আটক এবং মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সম্প্রতি দীঘা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম হীরু মিয়ার একটি ডিসকভার মোটর সাইকেল হারিয়ে যায়। বিষয়টি পুলিশকে অবহিত করলে পুলিশ গাড়িটি উদ্ধারের জন্য বিভিন্নস্থানে অভিযান অব্যাহত রাখে, পুলিশ সুর্য্যকুন্ডু এমদাদের বাড়িতে একটি চোরাই গাড়ি রয়েছে এমন সংবাদের ভিক্তিতে শনিবার রাতে অভিযান চালায়। এসময় ওই বাড়ি থেকে ২টি চোরাই গাড়ি ও চোর চক্রের ৩ সদস্যকে আটক করে। পরে তাদের দেওয়া তথ্যমতে মাগুরার শ্রীপুরের সদর এলাকা থেকে আরো ২টি চোরাই গাড়ি ও চোর চক্রের এক জন সদস্যকে আটক করে।
আটকৃতরা হলো, শ্রীপুরের মাহামুদ আলীর ছেলে আনিসুর রহমান(২৭), পিরু কুমসার দাসের ছেলে বিজয় কুমার দাস(১৫), চন্দ্রপাড়া এলাকার কাসেম বিশ্বাষের ছেলে নজির বিশ্বাষ(২৮) ও ফরিদপুরের বোয়ালমারী থানার হাটখোলা এলাকার মৃত আব্দুল খালেক শেখের ছেলে মো: নজরুল ইসলাম(৩৫)।
মহম্মদপুর থানার ওসি (তদন্ত) নুরুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিক্তিতে পুলিশের এস আই হাফিজ এ এস আই উকিল সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুর্য্যকুন্ডু ও মাগুরা শ্রীপুরে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের সদস্যদের আটক করতে সক্ষম হয়। তাদেরকে রোববার সকালে আদালতে পাঠানো হয়েছে।