মাগুরায় আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মেহেরপুর জেলাদল জয়ী
কাশেমুর রহমান শ্রাবণ, মাগুরা প্রতিনিধি
আপডেট সময়: ৩ জানুয়ারী ২০১৮ ৮:৫৩ এএম:

মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে মঙ্গলবার আন্ত:জেলা জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্টের ১ম পর্বের শেষ খেলায় জয় পেয়েছে মেহেরপুর জেলা ফুটবল দল। তারা ১-০ গোলের ব্যবধানে বাগেরহাট জেলা ফুটবল দলকে হারিয়েছে।
খেলার ১ম আর্ধে কোন দলই গোল করতে সক্ষম হয়নি। পরে ২য় আর্ধের ৩১ মিনিটে মেহেরপুর জেলা দলের খেলোয়াড় রুহুল ১টি গোল করে দলকে জয়ী করে। নির্ধারিত সময়ে খেলা হলে বাগেরহাট কোন গোলের দেখা পায়নি।
খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হয় মেহেরপুর ফুটবল দলের চৌকস খেলোয়াড় রুহুল। খেলা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান তার হাতে পুরস্কার তুলে দেন। আগামী ৫ জানুয়ারি শুক্রবার টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় শক্তিশালি যশোর জেলা ফুটবল দল মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা ফুটবল দলের। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা প্রশাসন মাগুরা এ টুর্ণামেন্টের আয়োজন করেছে। টুর্ণামেন্টে খুলনা বিভাগের ১০টি জেলা অংশ নিচ্ছে।