Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শুক্রবার, ১৯ অক্টোবর ২০১৮ , সময়- ১:১৩ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
বিকল্প ধারার তিন শীর্ষ নেতাকে বহিস্কার করে নতুন কমিটি গঠন শহীদ মিনারে আইয়ুব বাচ্চুকে ভক্ত, অনুরাগীসহ সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধা বাংলাদেশের উন্নয়নে অংশীদার হতে চান সৌদি যুবরাজ | প্রজন্মকণ্ঠ ঐক্যফ্রন্ট বিজয়ী হলে পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন ? প্রশ্ন কূটনীতিকদের   দেশের বৃহত্তর আন্দোলনের স্বার্থে জাতীয় ঐক্যকে শক্তিশালী করা হবে : নজরুল ইসলাম জেদ্দায় বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি : হাইকোর্টের আদেশের বিরুদ্ধে খালেদা জিয়ার আপিল আইয়ুব বাচ্চুর মৃত্যুতে শোক জানিয়েছে ক্রিকেট বোর্ড | প্রজন্মকণ্ঠ সৌদি ঘাতক টিমের ১ সদস্য গাড়িচাপায় নিহত : তুর্কি দৈনিক 'ইয়ানি শাফাক' নভেম্বর মাসের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে : ইসি সচিব হেলালুদ্দীন

আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন


অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল)

আপডেট সময়: ১৩ জানুয়ারী ২০১৮ ১০:২৫ এএম:
আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

বরিশালের ঐতিহ্যবাহী আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০১৮ সালের নবনির্বাচিত কার্যকরি কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। 

শুক্রবার বিকেল তিনটায় প্রেসক্লাব কার্যালয়ে বিদায়ী সভাপতি অপূর্ব লাল সরকারের সভাপতিত্বে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শুশীল সমাজ প্রতিনিধি, স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে নবনির্বাচিত সভাপতি কেএম আজাদ রহমান, সাধারণ সম্পাদক তপন বসু, সহ-সভাপতি মো. শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক এসএম ওমর আলী সানি, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক জয় রায়, তথ্য ও প্রচার সম্পাদক রিপন বিশ্বাস, নির্বাহী সদস্য-১ অপূর্ব লাল সরকার, নির্বাহী সদস্য-২ সরদার হারুন রানা শপথ বাক্য পাঠ করেন। নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির শপথ বাক্য পাঠ করান বিদায়ী সভাপতি অপূর্ব লাল সরকার।

শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সহকারী কমান্ডার ও জেলা আওয়ামীলীগ নেতা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা আওয়ামীলীগ সমন্বয়ক আবু সালেহ মো. লিটন সেরনিয়াবাত, পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এবিএম সিদ্দিকুর রহমান বাবুল, জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট রনজিত কুমার সমদ্দার, সংরক্ষিত সদস্য পেয়ারা ফারুক বক্তিয়ার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা, শহীদ আব্দুর রব সেরনিযাবাত ডিগ্রী কলেজ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক (অব:) লিয়াকত আলী হাওলাদার।

এসময় অতিথিরা সাংবাদিকদের উদ্যেশ্যে বলেন, দেশ ও জাতি গঠনে একজন নিরপেক্ষ সাংবাদিকের বস্তুনিষ্ঠ সংবাদের গুরুত্ব অপরিসীম। বস্তুনিষ্ঠ সংবাদ তেতো হলেও তা থেকে আমরা সবাই নিজেদেরকে শোধরাতে পারা যায়। তাই সব সময় দেশ ও জাতির জন্য কল্যাণকর সংবাদ পরিবেশন করা উচিত। 

অনুষ্ঠানে আওয়ামীলীগ নেতা ও ব্যবসায়ি শফিকুল ইসলাম সকুল, উপজেলা যুবলীগ সহসভাপতি আবদুল্লাহ লিটন, যুবলীগ নেতা ফয়জুল সেরনিয়াবাত, উপজেলা ছাত্রলীগ সিনিয়র সহ সভাপতি মো. উজ্জল হোসেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা সৈকত মন্ডল দীপু, প্রেসক্লাব সদস্য ওয়াসিম ভূইয়া সেলিম, মো. সাইফুল ইসলাম, প্রবীর বিশ্বাস ননী, মো. মনিরুজ্জামান, মুক্তিযোদ্ধা সিরাজুল হক সরদার, সাংবাদিক স্বপন দাস, পলাশ দত্ত, মারুফ মোল্লাসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top