Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শনিবার, ১৯ জানুয়ারী ২০১৯ , সময়- ৬:৫০ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
প্রশ্নপত্র ফাঁস হওয়ার সম্ভাবনা নেই : শিক্ষামন্ত্রী পরাজয় বিএনপির হয়নি, পরাজয় হয়েছে আ'লীগের : ফখরুল আওয়ামী লীগের ‘বিজয় সমাবেশ’ ঘিরে ব্যাপক প্রস্তুতি  সাকিবের ঝড়ো ব্যাটিংয়ে ঢাকার দারুণ জয় ঐক্যফ্রন্ট আলোচনায় টিকে থাকতে সংলাপের নাটক  দ্বিতীয় স্যাটেলাইট ও দ্বিতীয় যমুনা সেতুর পরিকল্পনা করছি ৩৭ এজেন্সিকে শাস্তি, মামলার নির্দেশ আইসিসি নতুন সিইও হিসেবে নির্বাচিত মানু সোহনি সরকারের সঙ্গে অব্যাহতভাবে কাজ করবে ইউরোপীয় ইউনিয়ন সরকারের অধীনে আর কোনো নির্বাচনে যাবে না বিএনপি

হাতের তালু দিয়ে এবার খুলবে ল্যাপটপ


অনলাইন ডেস্ক

আপডেট সময়: ১২ ফেব্রুয়ারী ২০১৮ ৮:৪৫ এএম:
হাতের তালু দিয়ে এবার খুলবে ল্যাপটপ

সম্প্রতি প্রযুক্তিতে ফের সাড়া ফেলল মাইক্রোসফট৷ তবে এবার উইন্ডোজের নতুন কোনও ভার্শন নয়৷ মাইক্রোসফট এবার সুরক্ষার দিকে নজর দিয়েছে৷ সংস্থার পক্ষ থেকে একটি নতুন ফিচার আনা হয়েছে৷ এর নাম- PalmSecure৷ সেটি থাকলে হাতের তালু সুরক্ষা দেবে আপনার ইলেক্ট্রনিক ডিভাইসকে৷ এর জন্য ফুজিৎসুর সঙ্গে জোট বেঁধেছে মাইক্রোসফ্ট৷

এতদিন ফিঙ্গারপ্রিন্টের মূল্য ছিল৷ হাতের আঙুল কেটে গেলে অনেকেই চিন্তিত হয়ে পড়তেন ডিভাইস এবার কীভাবে খোলা যাবে? কয়েকদিনের জন্য বিকল্প ব্যবস্থা খুঁজতে হত৷ ফিঙ্গারপ্রিন্ট এখনও অমূল্য৷ কিন্তু সেই সঙ্গে মূল্যবানের তালিকায় সাম্প্রতিক সংযোজন হাতের তালু৷ এবার ফিঙ্গারে সমস্যা থাকলে আপনি ল্যাপটপ খুলতে পারবেন হাতের তালুর সাহায্যও৷


মাইক্রোসফ্ট জানিয়েছে এই PalmSecure, ফিঙ্গারপ্রিন্টের থেকেও সুরক্ষিত৷ ফিঙ্গারপ্রিন্ট ক্লোন করা যায়৷ কিন্তু এক্ষেত্রে তেমন কোনও সম্ভাবনা নেই৷ এই সিস্টেম হাতের তালুর যাবতীয় তথ্য স্টোর করে রাখবে৷ সেক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্টের থেকেও নির্ভরযোগ্য হবে ডিভাইস৷ ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মতোই সিস্টেম PalmSecure-এরও৷ ব্যবহারকারীকে ডিভাইসের উপর হাত রাখতে হবে৷ ডিভাইস স্পর্শ করতে হবে, এমন কোনও কথা নেই৷ ডিভাইসের সঙ্গে হাতের তালুর একটু দূরত্ব থাকলেও অসুবিধা নেই৷ স্ক্যানার সেখান থেকেই ডেটা স্ক্যান করে নেবে৷ কোম্পানি একে “contact-less authentication” বলেছে৷ এই প্রক্রিয়া অনেক দ্রুত৷ ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে ডিভাইস খুলতে যা সময় লাগবে, PalmSecure-এর সাহায্যে অনেক কম সময়ে ডিভাইস খোলা যাবে৷

ফুজিৎসু জানিয়েছে, প্রত্যেকের হাতের তালু আলাদা রকম৷ প্রত্যেক তালুর আলাদা আলাদা চরিত্র৷ প্যাটার্নও আলাদা৷ এই সেন্সর এই প্যাটার্নগুলিকেই পড়ে৷ তারপরই খুলে যায় ডিভাইস৷


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top