Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮ , সময়- ৫:৩২ অপরাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
খালেদা জিয়ার চিকিৎসা বিতর্ক কেন ? বিএনপি প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত শেষে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | প্রজন্মকণ্ঠ পছন্দের হাসপাতালে চিকিৎসার জন্য আবেদন খালেদা জিয়ার | প্রজন্মকণ্ঠ খালেদা জিয়া কারাগারের বাইরে থাকার সময়ও জনগণ তার ডাকে সাড়া দেয়নি : ওবায়দুল কাদের বিএনপি-জামায়াত ক্লিনহার্ট অপারেশন চালিয়ে আ'লীগের অসংখ্য নেতাকর্মীকে নির্যাতনের শিকার করেছিল : প্রধানমন্ত্রী  ধর্মমন্ত্রী ও ভূমিমন্ত্রীর  কড়া সমালোচনা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়ার মুক্তির দাবিতে রিজভীর নেতৃত্বে মিছিল করেছে বিএনপি আ'লীগের প্রতিনিধিদলের উত্তরবঙ্গ সফর শুরু । প্রজন্মকণ্ঠ   বিজিবি-বিএসএফ সম্মেলন : সীমান্ত হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার অঙ্গীকার | প্রজন্মকণ্ঠ  সেমিফাইনাল নিশ্চিত করতে মাঠে নামছে স্বাগতিক বাংলাদেশ, আগামীকাল | প্রজন্মকণ্ঠ

নওগাঁ হাসপাতালে এক প্রসূতির একসাথে ৬টি সন্তানের জন্ম 


নিজস্ব প্রতিবেদক, প্রজন্মকণ্ঠ

আপডেট সময়: ২২ জুলাই ২০১৮ ৫:১৫ পিএম:
নওগাঁ হাসপাতালে এক প্রসূতির একসাথে ৬টি সন্তানের জন্ম 

নওগাঁয় এক প্রসূতি একসাথে ৬টি সন্তানের জন্ম দিয়েছে। ভুমিষ্ঠ হওয়ার পর পরই শিশুগুলো মৃত্যুবরন করেছে। নওগাঁ হাসপাতালে প্রসূতি ও শিশুগুলোকে দেখার জন্য শত শত উৎসুক নারী পুরুষ হাসপাতালের গাইনী ওয়ার্ডে ভীড় জমাচ্ছেন। নওগাঁ শহরের খাস নওগাঁ মহল্লায় বসবরাসরত জনৈক আলম শেখ ওরফে রানা’র স্ত্রী মওসুমী আকতার এই ৬ শিশুর জন্ম দিয়ে আলোড়ন সৃষ্টি করেছেন। রানা জানান ২০১০ সালে মান্দা

উপজেলার ভরট্ট কাঠের ডাঙ্গা গ্রামের ফজের আলীর কন্যা উক্ত মওসুমীর সাথে তার বিয়ে হয়। গত ৭ বছরে তাদের কোন সন্তান হয় না। গত এপ্রিল মাসে জানতে পারেন যে তার স্ত্রী প্রথমবারের মত সন্তান সম্ভবা হয়েছে। স্থানীয় একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আলট্রাসনোগ্রাফী করে জানতে পারেন যে তার স্ত্রীর গর্ভে ৬টি সন্তান রয়েছে। এর পর থেকে একজন গাইনী ডাক্তারের চিকিৎসাধীন রাখা হয় তার স্ত্রীকে।

এর মধ্যে মওসুমীর গর্ভের সন্তানদের বয়স ৪ মাস অতিক্রম করে। এরই এক পর্যায়ে গত শুক্রবার উক্ত মওসুমী অসুস্থতা অনুভব করে। এই অবস্থায় সন্ধ্যায় বাসাতেই একটি সন্তান প্রসব করে। প্রথম অবস্থায় শিশুটির স্পন্দন পরিলক্ষিত হলেও পরে সেটি মৃত্যুবরন করে। পরে শুক্রবার রাত ৮টায় তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়।

সারারাত সেখানে চিকিৎসাধীন অবস্থায় থাকার পর শনিবার সকাল ৯টার পর থেকে ২/৩ মিনিট পর পর পর্যায়ক্রমে ৫টি সন্তানের জন্ম দেন। প্রসবকালীন সময়ে চিকিৎসককে সহযোগিতা প্রদানকারী সিনিয়র স্টাফ নার্স জাহানারা বেগম জানিয়েছেন শিশুগুলো ভুমিষ্ঠ হওয়ার সময় জীবিত ছিল। তাদের স্পন্দন লক্ষ করা গেছে। কিন্তু পরবর্তীতে সেগুলো ক্রমেই মৃত্যুবরন করেছে।

তবে প্রসুতী মওসুমী আকতার সম্পূর্নভাবে সুস্থ্য রয়েছে বলে উক্ত ষ্টাফ নার্স জাহানারা বেগম জানিয়েছেন। শনিবার দুপুর ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পাঁচটি শিশুকে নওগাঁ সদর হাসপাতালের গাইনী ওয়ার্ডে রাখা ছিল। এ ব্যপারে বিশেষজ্ঞ পর্যায়ের বক্তব্য জানতে গিয়ে হাসপাতালে কাউকে পাওয়া যায় নি। হাসপাতালের আরএমও ডাঃ মনির আলী আকন্দ অসুস্থ্যতাজনিত কারনে ছুটিতে ছিলেন।

তত্বাবধায়ক ডাঃ রওশন আরা খানম হাসপাতালে ছিলেন না। কোথায় গেছেন তা সেখানকার কোন চিকিৎসক, কর্মকর্তা কর্মচারী কেউই বলতে পারেন নি। প্রসুতিকে চিকিৎসা প্রদানকারী গাইনী বিশেষজ্ঞ ডাঃ তাসকিন জাহান ইথার ঐ সময় সন্তানকে রাখতে স্কুলে গেছেন। কখন ফিরবেন তার কোন নিশ্চয়তা নেই। কাজেই এই প্রসূতি ও সন্তানদের মৃত্যুর কোন সুস্পষ্ট কোন মেডিক্যাল কারন জানা সম্ভব হয় নি।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top