Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ , সময়- ৭:২২ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
রাখাইনে এখনো রোহিঙ্গাদের জন্য নিরাপদ পরিবেশ তৈরি হয়নি : রিচার্ড অলব্রাইট নির্বাচনী আচরণবিধি মানছেন না সম্ভাব্য প্রার্থীরা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারই 'নির্বাচনকালীন সরকার'   মঙ্গলবার পর্যন্ত মনোনয়নপত্র জমা নিবে আওয়ামী লীগ  আন্তর্জাতিক পুরস্কারে মনোনীত শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী প্রথম দিনে ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করেছে বিএনপি  পাঁচ বিভাগের ৭টি আসনে একক প্রার্থী পাচ্ছে আওয়ামী লীগ সিইসিকে ধন্যবাদ জানিয়েছেন বদরুদ্দোজা চৌধুরী ২৩ নয়, এখন ৩০  ৩০০ সংসদীয় আসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা দিয়েছেন ইসি 

বাপ কা বেটা ! জুভেন্তাসের হয়ে অভিষেক ম্যাচেই ৪ গোল জুনিয়র রোনাল্ডোর


প্রজন্মকণ্ঠ অনলাইন রিপোর্ট

আপডেট সময়: ৪ সেপ্টেম্বর ২০১৮ ২:৩২ পিএম:
বাপ কা বেটা ! জুভেন্তাসের হয়ে অভিষেক ম্যাচেই ৪ গোল জুনিয়র রোনাল্ডোর

জুভেন্তাসে যোগ দেওয়ার পর থেকে সময়টা খুব একটা ভাল যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর অপ্রত্যাশিতভাবে ইউরোপের সেরা ফুটবলার হওয়ার দৌঁড়ে পুরনো সতীর্থ লুকা মদ্রিচের কাছে হার মানতে হয়েছে। জুভেন্তাসের হয়ে তিন ম্যাচ খেলে ফেললেও এখনও গোলের মুখ দেখতে পাননি সিআর সেভেন। কিন্তু এসব খারাপ খবরের মধ্যেই খুশির খবর পেয়ে গেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সিনিয়র। কারণ বাবার ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠল ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জুনিয়র।

বাবা রিয়ার মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে যোগ দেওয়ার সঙ্গে সঙ্গে জুনিয়র রোনাল্ডোও যোগ দিয়েছে জুভেন্তাসের অ্যাকাডেমিতে। আপাতত সে খেলছে তুরিনের ক্লাবটির অনুর্ধ্ব-৯ দলে। আর নিজের নতুন ক্লাবের অভিষেকেই চমক দেখাল সিআর সেভেন জুনিয়র। বাবার মতোই সাত নম্বর জার্সি পরে খেলতে নেমেই খেলার মাঠে গোলের মালা গাঁথল সে। ঘরোয়া অনুর্ধ্ব-৯ লিগে লুসেন্টোর বিরুদ্ধে একটি বা দুটি নয় চার চারটি গোল করল পর্তুগিজ অধিনায়কের বড় ছেলে। সেসময় স্টেডিয়ামে উপস্থিত ছিলেন সিআর সেভেনের বর্তমান বান্ধবী জর্জিনা। সিআর সেভেন জুনিয়রের পারফরম্যান্সে দারুন খুশি তিনি।

রোনাল্ডোর মতোই এদিন জুনিয়রের মধ্যেও দেখা গেল চেনা আগ্রাসন। নাহলে প্রথম ম্যাচে নেমেই চারটি গোল করা তো আর চাট্টিখানিক কথা নয়। বাবা বিশ্ববন্দিত তারকা হওয়া সত্ত্বেও প্রথম তিনটি ম্যাচে একটিও গোল করতে পারেননি। অথচ সেই রোনাল্ডোর ছেলে প্রথম ম্যাচেই ৪ গোল করলেন। অনেকে বলছেন, বাবাকেও ছাপিয়ে যাওয়ার মতো প্রতিভা আছে এ ছেলের মধ্যে। অন্তত বাপ কা বেটা তো তাঁকে বলাই যায়।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top