Projonmo Kantho logo
About Us | Contuct Us | Privacy Policy
ঢাকা, বুধবার, ১৬ জানুয়ারী ২০১৯ , সময়- ৮:১০ পূর্বাহ্ন
Total Visitor: Projonmo Kantho Media Ltd.
শিরোনাম
শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা হলেন সালমান আরেকটি শিক্ষার্থীর আত্মহত্যা : কারণ এবং প্রতিকার কী ? পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বিদেশ সফর ভারত প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন জয়  ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫ আমি কখনও সংলাপের কথা বলিনি : ওবায়দুল কাদের কাদের'কে স্টেডিয়ামে প্রকাশ্যে মাফ চাওয়ার আহ্বান  বাংলাদেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী জাপান সংরক্ষিত নারী আসনে আ'লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু  পদ্মা সেতুর পাশেই হবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিমানবন্দর

আলোকচিত্রী শহিদুল আলমের জামিন এবং মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ 


প্রজন্মকণ্ঠ অনলাইন রিপোর্ট

আপডেট সময়: ১৬ নভেম্বর ২০১৮ ৭:২৮ এএম:
আলোকচিত্রী শহিদুল আলমের জামিন এবং মুক্তির জন্য আন্তর্জাতিক চাপ 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশি নাগরিক তথা ব্রিটেনের নাগরিকত্ব নেওয়া আলোকচিত্রী শহিদুল আলমের বন্দি দশা ঘুচতে চলেছে৷ তিনি জামিন পেয়েছেন৷ এই আলোকচিত্রীর মুক্তির দাবিতে বিশ্বজুড়ে জনমত সংঘটিত হয়েছিল৷ আন্তর্জাতিক সুশীল সমাজ সরকারের কাছে আবেদন করেন, দ্রুত মুক্তি দেওয়া হোক শহিদুলকে৷

ঢাকায় বাসের ধাক্কায় দুই পড়ুয়ার মৃত্যুর জেরে সম্প্রতি বাংলাদেশ নিরাপদ সড়ক আন্দোলন চলে৷ এর জেরে পরিস্থিতি বেলাগাম হয়ে যায়৷ রাস্তায় রাস্তায় অবরোধে অচল হয়ে পড়ে বাংলাদেশ৷ সরকারের অভিযোগ, আন্দোলনকারীদের পক্ষ নিয়ে সোশ্যাল সাইটে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন শহিদুল আলম৷ তাঁকে সহ আরও কয়েকজনকে তথ্যপ্রযুক্তি আইনের বলে গ্রেফতার করা হয়৷

সবাইকে মুক্তি দেওয়া হলেও শহিদুল আলমের মুক্তি নিয়ে টালবাহানা চলছিলই৷ তখনই বিশ্বজুড়ে প্রতিবাদের ঢেউ ছড়ায়৷ আন্তর্জাতিক চাপ তৈরি হয় সরকারের উপর৷ ভারত, ইংল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্রে হয় প্রতিবাদ৷ আন্তর্জাতিক সুশীল সমাজের পক্ষে সোশ্যাল সাইটে চিঠি লিখে দ্রুত শহিদুল আলমকে মুক্তি দেওয়ার আবেদন করা হয়৷

এসবের মধ্যে জেলেই ছিলেন শহিদুল৷ বৃহস্পতিবার তথ্য আইনে করা মামলায় আলোকচিত্রী শহিদুল আলম জামিন পেয়েছেন। বিচারপতি শেখ আবদুল আওয়াল ও বিচারপতি বিষ্ণুদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এতে তাঁর কারামুক্তিতে আইনগত কোনও বাধা নেই বলে জানিয়েছেন তাঁর অন্যতম আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। সরকার পক্ষের অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।

এদিকে প্রখ্যাত ভারতীয় লেখক অরুন্ধতী রায় আলোকচিত্রী শহিদুল আলমের কাছে একটি খোলা চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন ‘আমার আশা, শিগগিরই ঢাকায় আমাদের দেখা হবে’৷ শহিদুল আলমের আটকের একশ দিন উপলক্ষে অরুন্ধতী এই চিঠি দিয়েছেন।


আপনার মন্তব্য লিখুন...

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ন বেআইনি
Top