ইতিহাসে এই দিন

  • ১৬৪৬ সালের এই দিনে ফ্রান্সের বিশিষ্ট স্হপতি জুলিস হার্ডোইন ম্যানসার্ট জন্মগ্রহণ করেন ।
  • ১৮৪৪ সালের এই দিনে ফ্রান্সের নোবেল বিজয়ী লেখক আনাতোলি ফ্রান্স জন্মগ্রহণ করেন।
  • ১৮৫৩ সালের এই দিনে বোম্বাইয়ে প্রথম ট্রেন চলাচলের মাধ্যমে ভারতীয় রেলপথের সূচনা হয়।
  • ১৮৫০ সালের এই দিনে মোম ভাস্কর্য শিল্পের সুইস উদ্যোক্তা মাদাম মারি তুসোর মৃত্যু।
  • ১৮৮৫ সালের এই দিনে বিপ্লবী উল্লাসকর দত্তের জন্ম।
  • ১৮৮৯ সালের এই দিনে ইংরেজ অভিনেতা ও চিত্র-পরিচালক চার্লি চ্যাপলিনের জন্ম।
  • ১৮৯৬ সালের এই দিনে রোমানিয়ার কবি ও লেখক ক্রিস্টান জারা জন্মগ্রহণ করেন।
  • ১৮৯৬ সালের এই দিনে সাহিত্যিক-সাংবাদিক কাঙাল হরিনাথের মৃত্যু।
  • ১৯১৬ সালের এই দিনে রবীন্দ্রনাথ শান্তিনিকেতনের বিশ্বভারতীয় বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
  • ১৯১৭ সালের এই দিনে ভ্লাদিমির ইলিচ লেনিন সুইজারল্যান্ড থেকে পেত্রোগ্রাদে ফিরে আসেন।
  • ১৯১৭ সালের এই দিনে লেনিন বিখ্যাত ‘এপ্রিল থিসিস’ ঘোষণা করেন।
  • ১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষনা করে।
  • ১৯১৭ সালের এই দিনে জার্মানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ ঘোষণা।
  • ১৯৪৮ সালের এই দিনে সশস্ত্র ইহুদীবাদী ইসরাইলীরা ফিলিস্তিনের একটি ইংরেজ সেনা ঘাটিতে হামলা চালালে ৯০ জন ফিলিস্তিনী শহীদ হন ।
  • ১৯৫১ সালের এই দিনে ঔপন্যাসিক ও সাংবাদিক অদ্বৈত মল্লবর্মণের মৃত্যু।
  • ১৯৬৬ সালের এই দিনে চিত্রশিল্পী নন্দলাল বসুর মৃত্যু।
  • ১৯৭১ সালের এই দিনে বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল শহীদ হন।
  • ১৯৭২ সালের এই দিনে জাপানের নোবেল বিজয়ী লেখক ইয়াসুনারি কাওয়াবাতা মৃত্যুবরণ করেন।
  • ১৯৯৭ সালের এই দিনে মক্কা থেকে ১০ কিলোমিটার দূরে অবস্তিত মীনায় হাজী ক্যাম্পে একটি গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ৩৪৩ জন হাজী অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ১২৯০ জন আহত হয় ।
  • ২০০৭ সালের এই দিনে আইভরি কোস্টের তৎকালীন প্রেসিডেন্ট লরেন্ট বাগবো প্রথম গৃহযুদ্ধের অবসানের ঘোষণা দেন।
  •    


    পাঠকের মন্তব্য