ইতিহাসে এই দিন

  • আজ মার্কিন যুক্তরাষ্ট্র এর স্বাধীনতা দিবস।
  • ৯৮৭ সালের এই দিনে জুমা’র নামাজের প্রচলিত খুতবা প্রণেতা ইবনে নাবাতা আল খাতীব-এর ইন্তেকাল।
  • ১১৮৭ সালের এই দিনে ক্রুসেডের হাথিন যুদ্ধে জেরুজালেমের রাজা লুসিগনানকে সালাউদ্দিন পরাজিত করেন।
  • ১১৮৭ সালের এই দিনে সুলতান সালাহ উদ্দীন আইয়ুবীর বায়তুল মোকাদ্দাস অধিকার।
  • ১৭০০ সালের এই দিনে তুরস্ক-রাশিয়া যুদ্ধ বিরতি। আমেরিকার স্বাধীনতা চুক্তি স্বাক্ষর ঘোষণা।
  • ১৭৭৪ সালের এই দিনে “unanimous Declaration of the thirteen united States of America” নামে এই ঘোষণাপত্রটি “Representatives of the united States of America” কর্তৃক গৃহীত হয়।
  • ১৭৭৬ সালের এই দিনে আমেরিকা স্বাধীনতা লাভ করে।
  • ১৭৭৬ সালের এই দিনে জর্জ ওয়াশিংটন আমেরিকার জাতির পিতা বলে স্বীকৃত।
  • ১৮০২ সালের এই দিনে মার্কিন ওয়েস্ট পয়েন্ট সামরিক ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয়।
  • ১৮২৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি জন এডাম্‌স Quincy, Massachusetts এ মৃত্যুবরণ করেন ।
  • ১৮২৬ সালের এই দিনে মার্কিন রাজনীতিবিদ , দার্শনিক ও মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় রাষ্ট্রপতি টমাস জেফারসন মৃত্যুবরণ করেন।
  • ১৮২৭ সালের এই দিনে নিউ ইয়র্ক রাজ্যে দাসত্বপ্রথার বিলুপ্তি।
  • ১৮২৮ সালের এই দিনে উইলিয়াম বেন্টিঙ্ক বাংলার গবর্নর জেনারেল পদে নিযুক্ত হন।
  • ১৮২৯ সালের এই দিনে লন্ডনে প্রথম বাস চলাচল শুরু।
  • ১৮৩১ সালের এই দিনে জেমস মনরো, মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চম রাষ্ট্রপতি এর মৃত্যু।
  • ১৮৪৮ সালের এই দিনে ফরাসি কবি ও লেখক ফ্রান্সোয়া শাতুব্রায়ান মৃত্যুবরণ করেন।
  • ১৮৪৮ সালের এই দিনে কার্ল মার্কস ও ফ্রেডারিখ এঙ্গেলস কমিউনিস্ট পার্টির ইশতেহার প্রকাশ করেন।
  • ১৮৫৬ সালের এই দিনে মৌলভী আহমাদ উল্লাহ ও লাখনৌর বেগম হযরত মহলের নেতৃত্বাধীন যুদ্ধে ইংরেজদের পরাজয়।
  • ১৮৭২ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০তম রাষ্ট্রপতি ক্যালভিন কুলিজ্‌ জন্মগ্রহণ করেন।
  • ১৮৮১ সালের এই দিনে ভারতের শিলিগুড়ি ও দার্জিলিং-এর মধ্যে প্রথম টয়ট্রেন চলাচল শুরু হয়।
  • ১৯০১ সালের এই দিনে জার্মান ভাষাবিজ্ঞানী ইয়োহানেস শ্মি‌ট‌ ৫৭ বছর বয়সে বার্লিনে মৃত্যুবরণ করেন ।
  • ১৯০২ সালের এই দিনে স্বামী বিবেকানন্দের (নরেন্দ্রনাথ দত্ত) মৃত্যু।
  • ১৯০৪ সালের এই দিনে পানামা খালের খনন কাজ শুরু।
  • ১৯০৪ সালের এই দিনে নোবেলজয়ী পোলিশ-আমেরিকান সাহিত্যিক আইজাক সিঙ্গারের জন্ম।
  • ১৯০৭ সালের এই দিনে ‘হিতবাদী’ সম্পাদক কালী প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু।
  • ১৯১০ সালের এই দিনে ডুবে যাওয়া টাইটানিক জাহাজ থেকে কিছু মানুষের প্রাণে বাঁচার বাস্তব কাহিনীর ভিত্তিতে নির্মিত পরিচালক জেমস ক্যামেরন পরিচালিত অসাধারণ প্রেমের ছবি ‘টাইটানিকে’র অভিনেত্রী গ্লোরিয়া স্টুয়ার্ট ক্যালিফোর্নিয়ার সান্টা মনিকোতে জন্মগ্রহণ করেন।
  • ১৯১৮ সালের এই দিনে ইংল্যান্ডের মিডিয়াম পেসার অ্যালেক বেডসার জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সময়ে ইংলিশ পেস বোলিং অ্যাটাকের নেতৃত্ব দেন তিনি।
  • ১৯২০ সালের এই দিনে সিলেটে সিলেট জেলা খেলাফত কমিটি গঠিত হয় এবং হাওয়া পাড়ায় মৌলবী আবদুল্লাহ বিএল-এর বাসভবনে এর অস্থায়ী অফিসও প্রতিষ্ঠিত হয়।
  • ১৯২৬ সালের এই দিনে আর্জেন্টিনীয় ফুটবলার আলফ্রেডো ডি স্টিফানো বুয়েন্স আয়ার্সে জন্মগ্রহণ করেন।
  • ১৯২৯ সালের এই দিনে বঙ্গীয় আইন পরিষদের ২৫ জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন।
  • ১৯৩৪ সালের এই দিনে পদার্থবিজ্ঞানে [১৯০৩] ও রসায়নে [১৯১১] নোবেলজয়ী বিজ্ঞানী মাদাম মারি কুরির মৃত্যু।
  • ১৯৩৪ সালের এই দিনে হিব্রু কবি হাইইম বিয়ালিকের মৃত্যু।
  • ১৯৩৫ সালের এই দিনে লন্ডনের কিংসওয়ে শহরের দক্ষিণে অ্যাল্ডউইচ (Aldwitch) এবং দি স্ট্র্যান্ট (The Strant) স্ট্রিটের মাঝামাঝি স্থানের ওয়েস্ট মিনিস্টারে অবস্থিত বিবিসি’র সদর দফতর “বুশ হাউস” ভবনটি প্রায় ১৩ বছরের নির্মাণকাল শেষে লর্ড ব্যালফারের নেতৃত্বে উন্মোচন করা হয়।
  • ১৯৪১ সালের এই দিনে নাৎসি জার্মান বাহিনী পোলিশ বিজ্ঞানী ও লেখকদের হত্যা করে।
  • ১৯৪২ সালের এই দিনে ফিলিপাইন স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৪৩ সালের এই দিনে কুর্স্কের যুদ্ধ শুরু হয়।
  • ১৯৪৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্র ফিলিপাইনের স্বাধীনতা ফিরিয়ে দিতে বাধ্য হয়।
  • ১৯৪৬ সালের এই দিনে যুদ্ধ বিরোধী আন্দোলনের অন্যতম জোরালো কন্ঠস্বর, হলিউডের “মুভি বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই” এর প্রাণ, সাবেক মার্কিন মেরিন সেনা রোন্যাল্ড লরেন্স কভিচ(রন কভিচ) যুক্তরাষ্ট্রের উইসকনসিন রাজ্যের লেডিস্মিথ শহরে জন্মগ্রহণ করেন।
  • ১৯৪৭ সালের এই দিনে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স এ্যাক্ট খসড়া আকারে ব্রিটিশ কমন্স সভায় উত্থাপিত হয়।
  • ১৯৫১ সালের এই দিনে চেকোস্লাভাকিয়ার আদালত আমেরিকান সাংবাদিক উইলিয়াম এন ওয়াতিসকে ১০ বছরের সাজা দেন।
  • ১৯৭১ সালের এই দিনে দণি আফ্রিকার টেস্ট ক্রিকেটার জো কক্স মৃত্যুবরণ করেন। ক্যারিয়ারের তিন টেস্টে ৪ উইকেট নেন এই বোলিং অলরাউন্ডার।
  • ১৯৭১ সালের এই দিনে প্রকাশ্য দিবালোকে পাক বাহিনী বেষ্টিত ভৈরব বাজারে দালাল শিরমনি মমতাজ পাগলার আড্ডায় তরকারী ওয়ালার ছদ্মবেশে অতর্কিত আক্রমন চালায় নুরু , আতিক ও মোহন, হত্যা করে মমতাজ পাগলা ও তার দূসরদের।
  • ১৯৭২ সালের এই দিনে দুই কোরিয়া পুনরায় একত্রী করণের লক্ষ্যে প্রথমবারের মত সরকারি ভাবে যৌথ ঘোষণা দেওয়া হয়।
  • ১৯৭৪ সালের এই দিনে জেরুজালেমের গ্র্যান্ড মুফতি আমিন আল হুসাইনের মৃত্যু।
  • ১৯৭৮ সালের এই দিনে ল্যাটিন আমেরিকান ৮টি দেশের আমাজান নদীসংক্রান্ত চুক্তি স্বাক্ষর।
  • ১৯৮২ সালের এই দিনে ইরানের চারজন কূটনীতিককে লেবাননের মিলিশিয়ারা অপহরণ করেছিল।
  • ১৯৮৭ সালের এই দিনে প্রথম পাকিস্তানি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৩০০ উইকেট নেয়ার কৃত্বিত অর্জন করেন কিংবদন্তি অলরাউন্ডার ইমরান খান।
  • ১৯৮৭ সালের এই দিনে চীনের তেং সিয়াও পিং বাংলাদেশের তত্কালীন প্রেসিডেন্ট এরশাদের সঙ্গে সাক্ষাত করার সময় দুটি মৌলিক তত্ত্ব উত্থাপন করেন ।
  • ২০০১ সালের এই দিনে মাওয়ায় পদ্মা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • ২০১১ সালের এই দিনে থাইল্যান্ডের ইতিহাসে ২৬তম ৫০০ আসনের সাধারণ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
  •    


    পাঠকের মন্তব্য