আশিকুর রহমান টুটুল এর কবিতা : 'হায় প্রেম'

আশিকুর রহমান টুটুল
'হায় প্রেম'
আশিকুর রহমান টুটুল
হায় প্রেম তুমি নিষ্ঠুর, তুমি পাষাণ
তুমি স্বার্থপর, তুমি হৃদয় হীনা।
আজ তুমি নেই বলে-
এ হৃদয় কাঁদে শুধু তোমারি জন্য।
তুমি নেই বলে-
শূণ্যহৃদয় নিয়ে চেয়ে আছি পথপানে।
তোমার অপেক্ষায় তুমি আসবে বলে
তুমি যে রয়েছো এই হৃদয়ের মাঝ খানে।
অনেক বেলা বয়ে গেছে’ সূর্য গেছে পশ্চিমে
তবুও ফিরলে না তুমি এই হৃদয়ে।
মন বলে প্রেম আসবে ফিরে তুমি
এই হৃদয়ের মধ্যখানে।
প্রেম তুমি মরে গেছ ! নেই তুমি এই অন্তরে ?
ভুলিনি তোমায় রেখেছি যতন করে জড়িয়ে হৃদয়ের মাঝখানে।
পাঠকের মন্তব্য