পরিমনিকে ধর্ষণ ও হত্যার চেষ্টা; এবার মুখ খুললেন আইজিপি 

বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল

বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল

বাংলাদেশ পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেছেন, বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়কা পরীমনির ঘটনায় দায়ের করা মামালায় তদন্ত করবে পুলিশ। তদন্তে পুরো বিষয়টি উঠে আসবে। এই ঘটনায় যারাই জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। 

সোমবার (১৪ জুন) রাতে গণমাধ্যমকে এই কথা বলেন তিনি। 

পুলিশের ইন্সেপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজির আহমেদ বলেন, ঢাকা বোট ক্লাবে যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যান্ত দুঃখজনক। আমরা এর পুনরাবৃত্তি চাই না। সোমবার মামলার পর দ্রুত মূল অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শেষে দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা নেয়া হবে।

আইজিপি বলেন, যেকোন পর্যায়ের নারী নিপীড়নের বিরুদ্ধে পুলিশ অত্যান্ত সংবেদনশীল। অনেক ঘটনায় অভিযোগ পাওয়ার পরপরই তড়িৎ অ্যাকশনে যাছে পুলিশ। যার যে পরিচয় হোক বা যত ক্ষমতাধর হোক, অপরাধ করলে কাউকে ছাড় দেয়া হবে না। 

 

পাঠকের মন্তব্য