পরীমনির কান্না ও আমাদের চিন্তার দৈন্যতা

পরীমনির কান্না ও আমাদের চিন্তার দৈন্যতা

পরীমনির কান্না ও আমাদের চিন্তার দৈন্যতা

আব্দুল্লাহ আল তোফায়েল : সময়ে সময়ে এদেশে কিছু মধ্যবিত্ত বুদ্ধিজীবী (চিন্তায়) দেখা যায় যারা অনেকটাই মানসিক বিকারগ্রস্ত! একটা কিছু ঘটে গেলেই এরা ভিক্টিম কে ব্লেইম দিতে পছন্দ করেন।এর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের আবহমান কাল থেকে মেয়েদের সাথে ঘটে যাওয়া অপরাধ আড়াল করার প্রবণতা। 

পরীমনি কে একটি ক্লাবে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছিলো, বিষয়টি নিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন এবং বিচারের দাবী করেছেন। কিন্ত অবাক করার বিষয় হলো কিছু উন্মাদ শ্রেণির মানুষ সেই পোস্টে গিয়ে কেবল হা হা রিয়েক্ট দিয়েই শান্তি পাননি, সেইসাথে অকথ্য ভাষায় গালাগালি করেছেন। কেনো পরীমনি এতো রাতে ক্লাবে গিয়েছিলেন, কেনো তিনি খোলামেলা পোশাক পড়েন! আর যেহেতু তিনি মাঝরাতে বাইরে গিয়েছিলেন সুতরাং তার সাথে যা ঘটেছে  তার সব দায় তার!

আচ্ছা বাংলাদেশের কোন আইন কিংবা দুনিয়ার কোন ধর্মে কি কখনো এই বিষয়টা বলা হয়েছে যে, কোন মহিলা যদি রাতে একা ঘরের বাইরে যান কিংবা খোলামেলা পোশাক পড়েন তাহলে তাকে রেপ করা যাবে ? তাহলে আপনি কোন আইন কিংবা যুক্তিতে পরীমনিকে ব্লেইম দিচ্ছেন। 

বিভিন্ন পত্রিকার দেওয়া তথ্য মতে, ফেসবুক ফলোয়ারের দিক থেকে এশিয়ার ১০০জন নারীর মধ্যে পরীমনি একজন। এখন প্রশ্ন হচ্ছে যে, এই ফলোয়ার কারা ? হুম এরা তারাই যারা আজ ফেসবুকে পরীমনিকে আজেবাজে গালাগালি করছেন তারাই। তাহলে কি এটা প্রমাণ হচ্ছে না যে, আপনি পরীমনি দের মুভি, নিত্য এমনকি খোলামেলা পোশাক পড়া ছবি আপনার মোবাইলে রাখতে পারবেন, তার ফেসবুকে শেয়ার করা, পিকচার কিংবা ভিডিওতে লাইক দিতে পারবেন! বিপরীতে তাকে কেউ ধর্ষণ করার চেষ্টা করার পর তিনি বিচার চাইতে আসলে আপনি তাকে অপমান করবেন। অশালীন কথা বলবেন।

কিছুদিন আগে সাকিব আল হাসানের মেয়ের একটা পিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলো। যেখানে এতো বাজে বাজে মন্তব্য করা দেখে অনেকেই আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাবহার কারীদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য হয়েছিলেন।

এই যে আমরা আজেবাজে মন্তব্য করে নারীদের প্রতি বিদ্রুপ করছি, এতে করে আখেরে কিন্ত আমরা আমাদেরই ক্ষতি করছি। কেনোনা আজ কিংবা আগামীকাল যখন আপনার পরিবারের কোন নারী এরকম কোন ঘটনার সম্মুখীন হবে! তখন কিন্ত অন্যরাও একইভাবে বিচারে সহযোগিতা করার পরিবর্তে আপনার কাছে একই প্রশ্ন করবে।

লেখক- শিক্ষার্থী; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)। 

পাঠকের মন্তব্য