গোপনে বিয়ে অতঃপর মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ 

গোপনে বিয়ে অতঃপর মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ 

গোপনে বিয়ে অতঃপর মা হতে যাচ্ছেন অভিনেত্রী শখ 

দেশের জনপ্রিয় মডেল অভিনেত্রী আনিকা কবির শখ। গত বছরের শুরুতেই মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে বিয়ে করেছেন তিনি। তবে বরাবরই বিষয়টি এড়িয়ে গেছেন এই মডেল ও অভিনেত্রী। কিন্তু সত্য কি আর গোপন থাকে ? 

জানা যায়, গত বছর ১২ মে ঘরোয়া আয়োজনে বিয়ে সম্পন্ন করেছেন এই অভিনেত্রী। বর রহমান জন। বাড়ি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে। এক সময় টুকটাক মডেলিং করেছেন এবং এখন ব্যবসায়ী। দুজনে সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়। 

বিয়ের গুঞ্জন কাটতে না কাটতেই এবার গুঞ্জন উঠেছে মা হতে চলছেন এই অভিনেত্রী। তাঁর ঘনিষ্ঠজন বিষয়টি নিশ্চিত করেছেন। শখ এখন অন্তঃস্বত্বা। বিষয়টি শখ-ই তাকে নিশ্চিত করেছেন। 

প্রসঙ্গত এর আগে মডেল ও অভিনেতা নিলয় আলমগিরকে ২০১৫ সালের ৭ জানুয়ারী বিয়ে করেন শখ। শুরুতে সে বিয়ে গোপন রেখেছিলেন কিন্তু বিয়ের দুই বছরের মধ্যে তাদের সেই সংসার ভেঙ্গে যায়।  

পাঠকের মন্তব্য