করোনাকালের ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, বাড়ছে বেকারত্ব  

ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, বাড়ছে বেকারত্ব  

ভঙ্গুর শিক্ষা ব্যবস্থা, বাড়ছে বেকারত্ব  

ঠাকুরগাঁও থেকে জুনাইদ কবির : বাংলাদেশের শিক্ষা ব্যববস্থার ভবিষ্যৎ কি, কেউ কি তা একবারো কল্পনা করে ? এতো বেকারত্ব সমস্যা দুরিকরনে সরকার কি আদো কোনো কার্যক্রম হাতে নেবে ?

দির্ঘ দেড়বছর মহামারী করোনা পরিস্থিতির কারনে বাংলাদেশের শিক্ষাব্যবস্থা প্রায় বন্ধ হয়ে রয়েছে। ভাবনা সবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক  পরীক্ষা নিয়ে। অনেকে অনলাইনে করছে ক্লাস আর অনেকে অনলাইনে ক্লাসের আড়ালে আসক্ত হয়েছে মোবাইল গেমে। কিন্তু ডিগ্রী, অনার্স, মাস্টার্স আর যারা এ করোনায় বেকার হয়ে পড়ে রয়েছে তাদের কথা হয়তোবা ভুলেই গিয়েছে সরকার। 

অন্যান্যদের কথা না বলি, নিজেকে নিয়ে বলতে তো বাঁধা নেই। আমি মোঃ জুনাইদ কবির সখের বসে এস এস সির পর থেকেই  গণমাধ্যমের সাথে জরিত রয়েছি। আমি দিনাজপুর সরকারি কলেজে মাস্টার্স পরিক্ষার্থী হয়ে ঝুলে আছি আর এর নাম আমি দিয়েছি করোনা মাস্টার্স। দির্ঘ দেড় বছর যখন শিক্ষাব্যবসথা বন্ধ আর জানা নেই কবে এ সমস্যার নিরসন হবে তাই বই কখনো খুলে দেখার প্রয়োজন মনে করিনি। 

হে তারা তো অটো পাশে ভালোই আছে কিন্তু আমাদের কি হবে, কিবা আমাদের ভবিষ্যৎ কেউ কি বলতে পারবে? 

পরিবারে আরো সদস্য রয়েছে তা আর না বলি আমরা হয়তোবা কুপি, হারিকেন, চেরাক এসবের কথা ভুলেই গেছি কিন্তু মোমবাতির কথা অনেকেই বলতে পারবো, জীবনটা কেমন মনে হয় মোমবাতির মতো হয়ে গেছে বয়স প্রায় ২৮ প্রয়োজন কাজ, হয়তোবা গোছাতে হবে নিজের জীবন, কিন্তু যখন জীবন মোমবাতির মতো নিভু নিভু করছে তখন তো ভাবতেই হয় ভবিষ্যৎ নিয়ে কি হবে যদি মোমবাতি নিভে যায় ভবিষ্যৎ কেমনে দেখবো। 

আমার মতো হাজারো বেকার করোনা আক্রান্ত শিক্ষার্থী বেকার জীবনযাপন করছেন হয়তোবা বাবা মার কাছে সবাই টাকা নিয়ে চলতে পারেনা আর চলতে পারলেউ এ বয়সে এসে চাওয়াটা ভিখিরির চেয়ে আরো খারাপ লাগে। 

তবে হে একটা কথা জোর গলায় বলতে পারি অনেকের মতো আমিতো করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নেই তবে সে দিক থেকে ভালো আছি, কিন্তু এটা কি ভালো থাকা। 

ইনকাম নেই বাড়ছে দ্রব্যমুল্যের দাম রাতের বেলা শুতে গেলে মাথা চেপে ধরেতো মশার কামর খতে হবে একটা কয়েল লাগবে, আর মোবাইলে নরমালি বিশটা টাকা লোড দেয়া প্রয়োজন, বাসায় যার ছোট ভাই বোন আছে যাদের আছে তাড়াই বুঝবেন বেকারত্বের যন্ত্রণা আর কষ্ট আমার কাছে সটা করোনার চেয়েও বড় মনে হয়। 

কি হবে আমাদের ভবিষ্যৎ, সামনে কি আলো না আধাঁর ?

পাঠকের মন্তব্য