পরীমনিকে ধর্ষণচেষ্টা মামলা; আমির ৯ সহযোগী গ্রেপ্তার

পরীমনিকে ধর্ষণচেষ্টা; আমির ৯ সহযোগী গ্রেপ্তার
চিত্রনায়কা পরীমনিকে ধর্ষণচেষ্টা ও হত্যার চেষ্টা মামলার আসামি তুহিন সিদ্দিকী আমির ৯ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। মানব পাচারের মামলায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমির ঘনিষ্ঠ জসিম উদ্দিন (৩৬), আমির গাড়ি চালক সালাউদ্দিন (৩৫), আমির শ্যালক রাকিবুল ইসলাম রানা (৩৪), মোঃ মুসা (২৬), গোলাপ হোসেন বুলবুল (৩৪), জাকির হোসেন (৩৪), মোঃ নাজমুল (২৫), মোঃ আলম (৩৫) এবং শাহজাহান সরকার (৪৩)। তাদের কাছ থেকে ৩৯৫টি পাসপোর্ট, ২২টি কম্পিউটারের হার্ডডিস্ক, সম্পত্তির দলিল, ক্রেডিট কার্ড, অলিখিত স্ট্যাম্প, বিভিন্ন ব্যাংকের চেক বই, ভিসা কার্ড, পেন্ড্রাইভ এবং মোবাইল সেট।
আজ রাজধানীর মালিবাগে সি আই ডি দপ্তরে সংবাদ সম্মেলন এই সব তথ্য দিয়েছেন অতিরিক্ত ডিআইজি ওমর ফারুক।
তিনি বলেন গ্রেপ্তার শাহিন আলমসহ শত শত লোকজনের ভালো বেতনে বিদেশে ভালো চাকরির লোভ দেখিয়ে বিপুল পরিমাণ অর্থ আদায় করেন। এই মানব পাচারকারী চক্র ভিক্টিমদের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন দেশে পাচার করেন।
পাঠকের মন্তব্য