ইতিহাস গড়লেন সিরিয়ার ছোট্ট মেয়ে হেন্দ জাজা

ইতিহাস গড়লেন সিরিয়ার ছোট্ট মেয়ে হেন্দ জাজা
সিরিয়ার প্রথম টেবিল টেনিস খেলোয়ার হিসেবে টোকিও অলিম্পিকে সরাসরি অংশগ্রহণের কৃতিত্ব অর্জন করেছেন ১২ বছর বয়সী হেন্দ জাজা।
অস্ট্রিয় প্রতিপক্ষ ৩৯ বছর বয়সী লিউ জিয়ার কাছে শনিবার ৪-০ ব্যবধানে হেরে প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছেন জাজা। কিন্তু তাতেই যেন নতুন ইতিহাস গড়লেন তিনি। কেননা ১২ বছর বয়সী সিরিয়ার এ টেবিল টেনিস খেলোয়াড়ই চলামান টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ অ্যাথলেট।
গৃহযুদ্ধের কারণে গত এক বছর দেশের বাহিরে খেলতে পেরেছেন মোটে ২-৩টি ম্যাচ। কিন্তু তাতে দমানো যায়নি তাকে।
পাঠকের মন্তব্য