কাকলী আক্তার মৌ এর কবিতা : 'শোকে ভরা মাস'

শোকে ভরা মাস (কবিতা)
শোকে ভরা মাস
কবি- কাকলী আক্তার মৌ
আগস্ট মাস শোকের সীমাহীন বন্যা
ব্যথা ভরা হৃদয়ের এক রাশ কান্না।
স্বজনের আহাজারী; চোখ ভরা জল-
ব্যথার অনলে পোড়া দেহ টলমল।
হেসেছিল এ মাসে; মীর জাফরের দল,
রক্তের স্রোতে ভেসে দেশ নির্বল।
কাঁদে জাতি নেতা হীনে, নদী বয় চোখে-
ব্যথা চেপে ডুকরে; পাথরের বুকে।
মুক্তির মহানায়ক বাংলার ওরে-
ফিরে আর পাব না; জগতে তাঁরে।
চক্রের নীল বিষে মুছে গেছে কথন,
বঙ্গের ইতিহাস; অমূল্য রতন।
আপনের বেশ ধরে কাছে কাছে থেকে,
ওরা-ঝুপ বুঝে অস্ত্র ধরেছিল বুকে।
নির্দয়ে মেরেছিল গুলি ঠায়-ঠায়;
জাতি শোকে করেছিল কেঁদে হায় হায়।
আঁধারের রাত্রি নামে মর্তের লোকে-
মুজিবের স্মরণে শ্রদ্ধার বুকে।
জানি তাঁরে পাব না; কাঁদিলেও আর,
বঙ্গবন্ধু শেখ মুজিব নাম ছিল যার।
চলে গেছ তাতে কি; বুকে রবে তুমি-
যতদিন থাকবে ধরা; বাংলার ভূমি।
প্রার্থনায় বসে বলি, হে মহান রব,
ভাল রেখ পরপারে; মুছে পাপ সব।
(আমি ব্যথা ভরা মনে, কাঁদি তাঁর স্মরণে- কাকলী আক্তার মৌ)
পাঠকের মন্তব্য