চিত্রনায়িকা পরিমনিকে ছাড়তে হবে বনানীর ভাড়া বাসা

চিত্রনায়িকা পরিমনিকে ছাড়তে হবে বনানীর ভাড়া বাসা
আলোচিত চিত্রনায়িকা পরিমনিকে বনানীর বাসাটি ছাড়তে হবে। ফ্ল্যাট মালিক বাসাটি ছাড়ার নোটিস দিয়েছেন তাকে। ২৭ দিন কারাভোগের পর বুধবার সকালে কাশিমপুর কারাগারে থেকে জামিনে মুক্ত হয়ে বাসায় ফিরেই নোটিসটি হাতে পেয়েছেন।
বুধবার বিকেলে একটি সংবাদ মাধ্যমকে পরিমনি বলেন, কারাগারে থেকে ঘরে ঢোকার পর বাসা ছাড়ার নোটিস দেখতে পেলাম। এখন কি তাহলে আমার বসবাসের অধিকারটা পর্যন্ত কেড়ে নিচ্ছে ওরা ? ওরা যা চেয়েছিল; তাই কি হচ্ছে ? আমি কি তাহলে ঢাকা ছেড়ে চলে যাবো নাকি দেশ ছেড়ে চলে যাবো ?
ঢাকাই ছবির এ চিত্রনায়িকা বলেন, এখন এই মুহূর্তে আমাকে কে বাসা খুঁজে দেবে? তিনি জানান, চার দিন আগে তাকে এই বাসা ছাড়ার নোটিস দেওয়া হয়েছে। আজ বাসায় ফিরে জানতে পারেন তিনি। এর আগে মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কেএম ইমরুল কায়েশ পরীমনির জামিনের আদেশ দেন।
পাঠকের মন্তব্য