গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় এক ভ্যানচালক নিহত
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় মুনস্টার কিন্টারগার্ডেনের ভ্যানচালক মিজান প্রামনিক (২৫) নিহত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা-খুলনা মহাসড়কে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন এলাকার নবুওছিমুদ্দিন উদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। মহাসড়কে ভ্যানচালক নিহতর বিষয়টি নিশ্চিত করেছে আহলাদিপুর হাইওয়ে থানা পুলিশ।হাইওয়ে থানার এসআই জিল্লুর জানান মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিহত খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হানিফ পরিবহন আটক করেছে এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।
মুনস্টার কিন্টারগার্ডেনের শিক্ষক আজিম জানান, আমাদের স্কুল ছুটি হওয়ার পর ছাত্র-ছাত্রীদের তাদের বাড়িতে নামিয়ে দিয়ে আসার পর দুপুর ২ টার দিকে এ সড়ক দুর্ঘটনার নিহত হন ভ্যানচালক মিজান প্রামানিক।
মহাসড়কের দুর্ঘটনার পরপরই বিক্ষুব্ধ জনতা মহাসড়ক আটকে দেয়। তারপর থেকেই সড়কের দুই পাশে অনেক গাড়ি সিরিয়াল পড়তে থাকে। খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধি এসে দুই সপ্তার মধ্যে এই এলাকায় দুটি স্পিডব্রেকার দিয়ে দেবেন বলে আশ্বাস দেন।
পাঠকের মন্তব্য