কচাকাটায় নারায়ণগঞ্জ/৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ

কচাকাটায় নারায়ণগঞ্জ/৯৪ ব্যাচের শীতবস্ত্র বিতরণ
কচাকাটা (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় নারায়ণগঞ্জ/৯৪ ব্যাচের উদ্যোগে ৬ শত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার কচাকাটার গাবতলা বাজারে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে (বৃহস্পতিবার) বল্লভেরখাস ইউনিয়নে ফান্দেরচর ও কচাকাটা ইউনিয়নের ধনিরামপুরে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণে উপস্থিত ছিলেন কচাকাটা থানার অফিসার ইনচার্জ মোঃ জাহেদুল ইসলাম।
নারায়নগঞ্জ/৯৪ ব্যাচের পক্ষে গাজী অভি, আলী ইমরান, এবিএম শিবলী, রহমান বকুল, এমডি সহিদ, মাওলানা মমিনুল ইসলাম মমিন প্রমুখ।
পাঠকের মন্তব্য