জাফর আহমেদ এর কবিতা : জীবনের জল

জাফর আহমেদ

জাফর আহমেদ

জীবনের জল

জাফর আহমেদ 

শীত বলে ভাই,  যাই যাই যাই
আবার আসিব ক্ষণ; 
ভাঁজ করে রেখো লেপ কম্বল কাঁথা
তুলে রেখোনা মন। 

ওমে আর ঘুমে কেটে গেছে দিন
সময় গুনো না হাতে;
ফাগুনের কুহু ডাকছে আবেশে
বৃষ্টিরা আসুক রাতে। 

ফুলেদের কোলে গুনগুন করে
মৌ-পাখি  অভিসার
অবসর নেমে আসুক ব্যাপিয়া
প্রেমময় কথা কহিবার।  

জলতুলি রঙ রাঙিয়ে বেড়াক
মনোময় ঠোঁটে এঁকে; 
রতিময় সুখ গতিময় হোক 
আবেগে রমনে মেখে। 

চোখের পাতায় লুকানো কথারা
ভিজে যাক, মেলে ধরো
স্মৃতিময় শীত ভুলে যাই সব        
শ্রাবণই মনে করো। 

শ্রাবনের জলে ডুবে যাক মন
ডুবে গেলে ভালো হয়, 
ডুবে যায় বলে জীবনের জলে
সব জলইতো জীবন নয়।

পাঠকের মন্তব্য