জুনাইদ কবির এর কবিতা : প্রেম

জুনাইদ কবির এর কবিতা : প্রেম
প্রেম
জুনাইদ কবির
প্রেমে পড়লে যে মানুষটা
সহজে হাসে না,
সেও কারণে অকারণে
হাসতে শিখে যায়।
প্রেমে পড়লে; যে মানুষটা
সহজে কাঁদে না,
সেও কারণে অকারণে
কেঁদে ফেলে।
শান্ত মানুষটাও অশান্ত হয়ে যায়,
অশান্ত মানুষটাও শান্ত হয়ে যায়।
যে মানুষটা রাত জাগে না
সেও রাত জাগা শিখে যায়।
যে মানুষটা সকালে উঠে না
সেও সকালে উঠতে শিখে যায়,
প্রেম মানুষকে শিখিয়ে দেয়
অনেক কিছু ।
পাঠকের মন্তব্য