যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল
পরাজিত শক্তি বিএনপি-জামাত আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। নেত্রীর নির্দেশে যুবলীগই তাদের প্রতিরোধ করবে। আগামী সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করে ক্ষমতায় আনতে যুবলীগ নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারন সম্পাদক আলহাজ্ব মো. মাইনুল হোসেন খান নিখিল এর নির্দেশে দেশব্যাপী বাংলাদেশ আওয়ামী যুবলীগের গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর আওয়ামী যুবলীগ-উত্তরের উদ্যোগে ভাটারা ১০০ ফিট রোড, ছোলমাইদ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ৪০০ জন সমাজের পিছিয়ে পড়া মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন করা হয়।
উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসেন বাবুল এবং সঞ্চালনা করবেন সাধারন সম্পাদক মো. ইসমাইল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, মো. তাজউদ্দিন আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুহা: বদিউল আলম, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সহ-সভাপতি জাফর ইকবাল, সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল, সহ-সভাপতি সাব্বির আলম লিটু, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর রহমান, দপ্তর সম্পাদক এ এইচ এম কামরুজ্জামান কামরুল, ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিম মৃধা, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. মোজাম্মেল হক খান, উপ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক কাইসুর রহমান সিদ্দিক সোহাগ, ভাটারা থানা যুবলীগের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন খন্দকার, যুবলীগ নেতা মিলন হোসেনসহ বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ।
পাঠকের মন্তব্য