এম. নেছার খান এর কবিতা 'মায়াবি মেয়েটি'

এম. নেছার খান এর কবিতা 'মায়াবি মেয়েটি'
মায়াবি মেয়েটি
এম. নেছার খান
অচেনা একটি মায়াবি মেয়ের কথার মায়ায় পরেছি,
কাল্পনিক এই মায়াবি'র হাতটি কল্পনাতেই ধরেছি।
মায়াবি মেয়ের প্রেমময় ছবি মন পিঞ্জরে একেছি,
তাহার দেওয়া কষ্ট গুলো বুক পকেটে রেখেছি।
তাহার কথা ভাবতে গিয়ে কেটেছে কত নির্ঘুম রাত,
শত বঞ্চনা সহ্য করে কল্পনাতেই ধরেছি মায়াবি'র হাত।
কত শত অভিমান অভিযোগের তীর ছোরা নিত্য দিনের সঙ্গী,
তবুও যেন ভুলতে না পারি তাহার মায়াবি চাহনি ভঙ্গি।
পরিশেষে পাওয়ার তীব্র আকাঙ্খা দুজনের মনেই বয়,
বিধাতার কাছে ফরিয়াদ করি মায়াবি মেয়েটির সঙ্গেই যেন মিলন হয়।
পাঠকের মন্তব্য