ঈদের দিনে দুর্ঘটনায় ৩২ জন নিহত; আহত অর্ধশত মানুষ

ঈদের দিনে দুর্ঘটনায় ৩২ জন নিহত
পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশের বিভিন্ন জেলায় পৃথক সড়ক দুর্ঘটনা ছাড়াও বজ্রপাতে ৩২ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরও প্রায় অর্ধশত মানুষ।
মঙ্গলবার (৩ মে) দেশের ১৮ জেলায় পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে শুধু গাজীপুরেই মাত্র ১০ মিনিটের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যু হয়। বিকেল ৪টার দিকে কালিয়াকৈর উপজেলার সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে সিএনজি অটোরিকশা ও বাসের পৃথক সংঘর্ষে এই প্রাণহানি ঘটে।
ভয়াবহ এই দুর্ঘটনায় নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার সাদুল্লাপুর গ্রামের মৃত আলতাব হোসেনের স্ত্রী রেণু বেগম (৫০) ও গাজীপুরের দক্ষিণ সালনা এলকার রমিজ উদ্দিনের ছেলে মো. হোসেন (৪৫), জামালপুর জেলার সান্দাবাড়ি গ্রামের মৃত শফিকের স্ত্রী সাথী বেগম। এছাড়া বাকি দুজনে মধ্যে একজনের নাম শরিফ (২৮) জানা গেলেও তার পুরো পরিচয় ও নিহত অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেলে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজার ও সন্ধ্যায় কামারখন্দ উপজেলার কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশুর মধ্যে ফারহান (৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে ও শ্রাবন্তী (৪) কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
এছাড়া জেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে দুর্ঘটনায় তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২) নিহত হয়েছেন।
এর আগে ঈদের দিন সকালে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই ছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আহত হন আরও দুজন।
এদিকে, মঙ্গলবার ময়মনসিংহের নান্দাইলে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) দিনগত মধ্যরাত থেকে ঈদের দিন সকাল ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫), একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)।
অন্যদিকে, নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উচিৎ পুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ইলিয়াসের ছেলে। আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ দিন কুমিল্লার চান্দিনা ও চৌদ্দগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে পড়ে একজন ও প্রাইভেটকারের ধাক্কায় দুজন নিহত হন। দুপুর আড়াইটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন- মাধাইয়া এলাকার সোহেল (২৫), মাখাইয়ায় এলাকার নাজমা বেগম (৪৬) ও বরিশাল সদর উপজেলার কাশিপুর এলাকার মৃত সিরাজুল হক তালুকদারের ছেলে মঞ্জুরুল হক তালুকদার (৩৫)।
এদিকে, ঈদের দিন মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিদুর রহমান সদর উপজেলার সরুন্ডি এলাকার মফিজুল ইসলামের ছেলে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, টাঙ্গাইলের টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় স্কুলপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আল আমিন (১৬) ও একই গ্রামের আব্দুল আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)। এসময় আহত হয়েছে আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ইআর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এছাড়া জেলার কালিহাতী উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।
এদিকে, ঈদের দিনে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামের আরো দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হলো, একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, মাদারীপুরের রাজৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে রোমান মিনা (১৬) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার টেকেরহাট বন্দরের শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রোমান উপজেলার তাতিকান্দা গ্রামের নান্নু মিনার ছেলে। সে টেকেরহাট পপুলার হাইস্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থী ছিল। তার পরিবার স্বরমঙ্গল গ্রামে বসবাস করে।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ঈদের নামাজ শেষে কবর জিয়ারত করতে গিয়ে বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকালে পৌর এলাকার খরমপুর শাহ সৈয়দ গেছুদারাজ কেল্ল শহীদ মাজারের কবরস্থানে এ ঘটনা ঘটে।
নিহত রনি ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি কাঠমিস্ত্রি হিসেবে কাজ করতেন। একই ভাবে ঈদের দিনে মেহেরপুরে বজ্রপাতে আব্দুর রাজ্জাক নামের কৃষকের (৫৩)
মৃত্যু হয়েছে। একই ঘটনায় মন্টু (৪৮) নামের একজন আহত হয়েছেন। সকালে সদর উপজেলার মনোহরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে, হবিগঞ্জে বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলার আজমিরীগঞ্জ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় পৃথক সময়ে বজ্রপাতে তারা মারা যান। নিহত ব্যক্তিরা হলেন-শায়েস্তাগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের লাদিয়া গ্রামের ইলিয়াছ মিয়ার ছেলে সারাজ মিয়া ও আজমিরীগঞ্জ উপজেলার শাহজাহান মিয়া (৬০)।
অন্যদিকে, বাগেরহাটের মোংলায় ঈদের নামাজ পড়ে বাড়ি ফেরার পথে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। তিনি হলেন উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আগা মাদুরপাল্টা গ্রামের বাসিন্দা মহির শেখ (৬৫)। সকালে উপজেলার আগা মাদুরপাল্টা গ্রামে এ ঘটনা ঘটে।
পাঠকের মন্তব্য