আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
পেছনের দরজা ব্যবহার করে ক্ষমতায় আসেনি

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা
আওয়ামী লীগ কখনোই পেছনের দরজা ব্যবহার করে ক্ষমতায় আসেনি, বরং তারা সব সময় নির্বাচনের মাধ্যমেই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে এদেশের মাটি ও মানুষের সংগঠন হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, এটি কোনো মিলিটারি ডিক্টেটরের পকেট থেকে তৈরি করা কোনো সংগঠনও নয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে আজ শনিবার, ৭ মে বিকেলে এসব কথা বলেন দলটির সভাপতি। নিজের সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, আজ নির্বাচনী ব্যবস্থায় যতটুকু উন্নতি হয়েছে সেটা আওয়ামী লীগের কারণেই সম্ভব হয়েছে। এটা আমাদেরই দাবি ছিল; ছবিসহ ভোটা তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স এবং বর্তমানের ইভিএম আমাদেরই দাবি ছিল। অর্থাৎ মানুষ শান্তির সঙ্গে ভোট দেবে এবং সঙ্গে সঙ্গে ভোটের ফলাফল পাবে। মানুষের ভোটের অধিকারটা বহাল থাকবে।
আওয়ামী লীগ প্রধান বলেন, মানুষ যদি মনে করে তারা আমাদের ভোট দেবে না, তাহলে দেবে না। ক্ষমতায় আমরা আসব না। তবে অতীতে বার বার চক্রান্ত করে জনগণের ভোট প্রয়োগ সত্ত্বেও আওয়ামী লীগকে দেশ পরিচালনা থেকে দূরে রাখা হয়েছে।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ মাটি ও মানুষের সংগঠন এবং এই সংগঠন যে মাটি ও মানুষের জন্যই কাজ করে তা আজ প্রমাণ হয়েছে। আওয়ামী লীগকে বার বার ভোট দিয়ে ক্ষমতায় বসানোয় দেশবাসীকে দলের পক্ষে ধন্যবাদ দেন তিনি।
তিনি আরো বলেন, গত ১৩ বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। বৃদ্ধি পেয়েছে জনগণের জীবনযাত্রার মান। কারণ আওয়ামী লীগ এদেশের জনগণ ও এই মাটির একটি দল।
৭৫-এ জাতির জনককে সপরিবারে হত্যার ঘটনা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শত ষড়যন্ত্রের মাঝেও আওয়ামী লীগ এগিয়েছে। সংগঠনকে সুসংগঠিত করার মাধ্যমে এবং ক্ষমতায় গেলে দেশের জন্য কি কি কাজ করব— সে ব্যাপারে সুনির্দিষ্ট লক্ষ্য নিয়েই আমরা কাজ করেছি।
পাঠকের মন্তব্য