পাইকগাছায় কৃষক সমাবেশ অনুষ্ঠিত

ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া
পাইকগাছায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেষ্ট (এনএটিপি-২) প্রাণিসম্পদে অর্থায়নে সিআইজি নন সিআইজ খামারী, কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় গদাইপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে উপজেলা প্রাণিসম্পদ ও ভেটেরিনারি দপ্তরের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বিষ্ণুপদ বিশ্বাস এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান শেখ জিয়াদুল ইসলাম জিয়া।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, এস এম কামরুল আবেদীন, কৃষি উপ-সহকারী কর্মকর্কা ডল্টন রায়, বিথিকা রানী রায়, এনএটিপি সহকারী শুভংকর গোলদার ও মোঃ ফসিয়ার রহমান, চম্পক কুমার সাধু, মনিরুল ইসলাম, শেখ খোরশেদুর রহমান, মোবারক হোসেন গাজী, জাহানারা খাতুন, নাজমা খাতুন, শহিদুল ইসলাম, খুকু মনি, আবু হাসান প্রমূখ। এ সময় ইউনিয়নের ৫০ জন সিআইজি ও নন সিআইজি খামারী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পাঠকের মন্তব্য