জাবিতে ধ্বনি'র বর্ষাবরণ ও উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যা

ধ্বনির আয়োজনে বর্ষাবরণ উৎসব ও উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আবৃত্তি বিষয়ক সংগঠন ধ্বনির আয়োজনে বর্ষাবরণ উৎসব ও উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৫ জুন) সন্ধ্যা ৭:০০টায় বিশ্ববিদ্যালয়ের অমর একুশের পাদদেশে ধ্বনির নিয়মিত মাসিক আয়োজন 'জ্বালো ঐতিহ্যের আলো'র ব্যানারে অনুষ্ঠিত হয় এই বর্ষাবরণ উৎসব ও উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যা।
প্রত্যাশা সরকারে সঞ্চালনায় উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যার উদ্বোধন করেন ছাত্র শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. আলমগীর কবীর। এসময় তিনি বলেন, 'তোমাদের প্রোগ্রাম অনলাইনে দেখে আসছি, এখন স্বশরীরে দেখছি। ৫০ তম আবর্তনের শিক্ষার্থীদের অংশগ্রহণে কার্যক্রম এগিয়ে যাক এই প্রত্যাশা রইলো, আমি যতদিন পরিচালকের দায়িত্বে আছি, চেষ্টা করবো এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোকে পৃষ্ঠপোষকতা দেয়ার জন্য।'
উন্মুক্ত আবৃত্তি সন্ধ্যা পর্বে একক কবিতা আবৃত্তি করেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বর্ষের ১৫ জন শিক্ষার্থী। এর পরবর্তীতে শাবাব শাহরিয়ার অর্ক'র পাণ্ডুলিপি অবলম্বনে ও ধ্বনি সভাপতি সামি আল জাহিদ প্রীতমের নির্দেশনায় ধ্বনি সদস্যদের আবৃত্তিতে পরিবেশিত হয় ধ্বনি প্রযোজনা 'যে নাম ঝড়ে শ্রাবণ ধারায়।'
প্রসঙ্গত, 'দিগন্তে চলো শব্দ যেথায় সূর্যসত্য' এই স্লোগানকে ধারণ করে গত ২৫বছর ধরে কাজ করে যাচ্ছে আবৃত্তি সংগঠন ধ্বনি। বাক্ ও আবৃত্তি বিষয়ক কর্মশালা, জাতীয় আবৃত্তি উৎসব, জ্বালো ঐতিহ্যের আলো, গুণীজন সম্মাননা প্রদান, নবীনবরণসহ জাবিতে নিয়মিত আবৃত্তিচর্চা করে যাচ্ছে সংগঠনটি। এছাড়া ধ্বনির সদস্যগণ জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত অংশগ্রহণ করে পুরস্কার ও সম্মাননা অর্জন করে আসছে। জাবির ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ৯নং কক্ষে রবি থেকে বৃহস্পতিবার ধ্বনি নিয়মিত শিল্পচর্চা করে থাকে।
পাঠকের মন্তব্য