সুনামগঞ্জে বানভাসিদের পাশে শাহনুর ফাউন্ডেশন

সুনামগঞ্জে বানভাসিদের পাশে শাহনুর ফাউন্ডেশন
সুনামগঞ্জে সাম্প্রতিক পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে শাহনুর ফাউন্ডেশনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকায় এসব বিতরণ করা হবে। এর মধ্যে রয়েছে শুকনা খাবার, ঔষধ এবং কাপড়।
এ বিষয়ে চিত্রনায়িকা শাহনুর বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে শাহানুর ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে । বর্তমান যে অবস্থা তাতে করে আমাদের সবার বন্যার্তদের পাশে এসে দাড়ানো উচিত।
তিনি আরো বলেন, আপনাদের মধ্যে যারা পারেন তারা অবশ্যই এদের পাশে থাকবেন। যে যেভাবেই পারেন ।আপনাদের মধ্যে যার যতটুকু সামর্থ্য আছে, তা দিয়েই বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসুন।
জানা যায়, পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় সিলেট ও মৌলভীবাজারের প্রায় ৫০ লাখ মানুষ এখন পানিবন্দি। পরিস্থিতি এতটাই খারাপ যে পর্যাপ্ত সহযোগিতা দিতে পারছে না প্রশাসনও। ইতোমধ্যেই উজানের পাহাড়ি ঢল ও টানা ভারী বর্ষণে সিলেট-সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে।
পাঠকের মন্তব্য