জনতার হাতে তারাকান্দায় ২ গরু চোর আটক

জনতার হাতে তারাকান্দায় ২ গরু চোর আটক
ময়মনসিংহের তারাকান্দায় ২ গরু চোর আটক করেছে জনতা। আটককৃত চোর উপজেলার চর দূর্গাপুর গ্রামের ওসমান গনির পুত্র জামিরুল ইসলাম (১৭) ও শাহারুল (২১)।
জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে একটি পিকাপে করে নেওয়ার সময় তারাকান্দা উপজেলার বালিখাঁ বাজারে আসলে পাহারাদার ও স্থানীয় লোকজন সন্দেহ হলে জামিরুল এবং শাহারুলকে আটক করে।
আটকের পর তারাকান্দা থানায় খবর দিলে। বুধবার সকালে থানা পুলিশে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ সময় তাদেরকে জিজ্ঞাসাবাদে জানা গেছে, গরুগুলো তারা ময়মনসিংহ সদর উপজেলা থেকে জামালপুর নিয়ে যাবার চেষ্ঠা করছিলো।
এ বিষয়ে তারাকান্দা থানা অফিসার ইনচার্জ আবুল খায়ের জানান, চোর এবং গরুগুলো থানা হেফাজতে রয়েছে। আইনানুগ প্রক্রিয়া চলমান আছে।
পাঠকের মন্তব্য