হজের সুযোগ পাচ্ছেন আরও ২৪১৫ বাংলাদেশি

হজের সুযোগ পাচ্ছেন আরও ২৪১৫ বাংলাদেশি
করোনা বাধা পেরিয়ে দুই বছর পর হজের সুযোগ পাচ্ছেন সৌদি আরবের বাইরের মুসলমানরা। হজের কার্যক্রমের শুরুতেই দেশগুলোর জন্য নির্ধারিত কোটা ঘোষণা করে সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
সে হিসেবে এ বছর ৫৭ হাজার ৫৮৫ জন হজযাত্রী পাঠানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সুখবর হলো, আরও ২ হাজার ৪১৫ জন বাংলাদেশি এ বছর হজ করার সুযোগ পাচ্ছেন।
আজ বৃহস্পতিবার (২৩ জুন) সুখবরটি গণমাধ্যমকে জানিয়েছেন হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, হাবের সভাপতি এম শাহাদাত হোসেন। তিনি বলেন, বাংলাদেশ থেকে আরও ২ হাজার ৪১৫ জনকে হজ পালনের অনুমতি দিয়েছে সৌদি আরব। অর্থাৎ, এ বছর বাংলাদেশ থেকে টোটাল হজযাত্রীর সংখ্যা দাঁড়াচ্ছে ৬০ হাজার।
দুই শর্তে এবার সৌদি আরবের বাইরের ১০ লাখ মুসলমান হজ করার সুযোগ পাচ্ছেন। শর্ত দুটি হলো- এক. হজযাত্রীর বয়স অবশ্যই ৬৫ বছরের নিচে থাকতে হবে। দুই. করোনাভাইরাসের পূর্ণ ডোজ (দুটি) টিকা নেওয়া থাকতে হবে এবং সৌদি আরবের উদ্দেশে রওয়ানা হওয়ার ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্টের নেগেটিভ সনদ লাগবে।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে হজ অনুষ্ঠিত হতে পারে আগামী ৮ জুলাই।
পাঠকের মন্তব্য