নন্দীগ্রামে মেম্বার পদে মহিদুল ইসলাম বাবু নির্বাচিত

নন্দীগ্রামে মেম্বার পদে মহিদুল ইসলাম বাবু নির্বাচিত
বগুড়ার নন্দীগ্রামের ইউপি নির্বাচনে ৫নং ওয়ার্ডে মেম্বার পদে মহিদুল ইসলাম বাবু নির্বাচিত হয়েছেন।
গত ১৫ জুন বগুড়ার নন্দীগ্রামে বুড়ইল ইউনিয়নে ভোট অনুষ্ঠিত হয়। উক্ত ভোটে ৫নং ওয়ার্ডে আব্দুল কাদের তালা চাবি মার্কা ৮২৫, মহিদুল ইসলাম বাবু মোরগ মার্কা ৮২৫, ভোট পেয়ে সমান সমান হয়।
সরকারি বিধি মোতাবেক ২৯ দিনের মধ্য ভোট হওয়ার কথা। সেই মোতাবেক গত ২৯ জুন বুধবার পুনরায় দুইজন প্রার্থীর মধ্য সকাল থেকে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে আব্দুল কাদের তালামার্কা ১,৪৩৬ ভোট পান, ও মহিদুল ইসলাম বাবু ১,৪৬৪ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হন।
৫ নং ওয়ার্ডে মহিদুল ইসলাম বাবু মেম্বার নির্বাচিত হওয়ায় এলাকাবসী তাকে অভিন্দন জানিয়েছে।
পাঠকের মন্তব্য