চৌদ্দগ্রামের জুয়েল কখন আওয়ামীলীগ হয়ে গেলো ? 

আনিসুর রহমান (মিঠু) 

আনিসুর রহমান (মিঠু) 

কুমিল্লার চৌদ্দগ্রামে এক ইউপি চেয়ারম্যান ও যুবলীগ নেতার উপর হামলার পর আগ্নেয়াস্ত্র হাতে এক যুবলীগ নেতার ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকালে উপজেলার নালঘর বাজারে এই হামলার ঘটনা ঘটে। অস্ত্র হাতে থাকা ওই ব্যক্তির নাম মনিরুজ্জামান জুয়েল। স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত জুয়েল এলাকায় ক্যাডার হিসেবে পরিচিত। 

চৌদ্দগ্রামের জুয়েলের হাতের অস্ত্র নিয়ে সামাজিক গণমাধ্যমে নানা প্রশ্ন উঠেছে...  

সেই আলোচনা মধ্যেই বেরিয়ে আসতে শুরু করেছে নানা চাঞ্চল্যকর তথ্য। আজ রবিবার (১৭ জুলাই ২০২২)  কুমিল্লা মহানগর আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য জনাব আনিসুর রহমান (মিঠু)  তাঁর ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন- চৌদ্দগ্রামের জুয়েল কখন আওয়ামীলীগ হয়ে গেলো ? তিনি আরও লিখেছেন, জুয়েল যদি আওয়ামীলীগ হয়ে গিয়ে থাকে, তাহলে দেশে বিএনপি-জামাত সমর্থক থাকারই কথা না। স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো- 

চৌদ্দগ্রামের জুয়েল কখন আওয়ামীলীগ হয়ে গেলো ? 

জুয়েল আমার বিএনপি ঘরানার বন্ধুদের সাথেই চলাফেলা করেন এখনও। কিন্তু তিনি যে কখন বিএনপি থেকে আওয়ামীলীগ হয়ে গেছেন, আমি জানতাম না। তিনি এমপি মুজিব ভাইয়ের নিজের ইউনিয়নের তিন বারের চেয়ারম্যান ও চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগ সভাপতি জালালের উপর হামলা করার পর, বুঝতে পারলাম আওয়ামীলীগে ইতিমধ্যে জুয়েলের শক্ত অবস্থান তৈরী হয়েছে।

কারন শক্ত অবস্থান না হলে তিনি অস্ত্রের লাইসেন্স পেতেন না, জালালের উপর হামলা করার সাহসও পেতেননা এবং হামলা করেও গ্রেফতার এড়াতে পারতেন না। জুয়েল যদি আওয়ামীলীগ হয়ে গিয়ে থাকে, তাহলে দেশে বিএনপি-জামাত সমর্থক থাকারই কথা না।এতো কট্টরপন্থী বিএনপি নেতা যে আওয়ামীলীগ কেডার হয়ে যেতে পারেন, ভাবাই যায়না।

আমি জুয়েলের উজ্জল ভবিষ্যৎ এবং উত্তোরোত্তর সফলতা কামনা করছি।

ফেসবুক লিঙ্ক- Anisur Rahman
লেখক- সদস্য - তথ্য ও গবেষণা উপকমিটি । বাংলাদেশ আওয়ামীলীগ

পাঠকের মন্তব্য