জাহের আলভী ও সামিয়া অথৈয়ের নাটক ‘ক্রেজি লাভার’

জাহের আলভী ও সামিয়া অথৈয়ের নাটক ‘ক্রেজি লাভার’
সময়ের আলোচিত নাট্য পরিচালক জিয়াউদ্দিন আলম। কোরবানির ঈদে উপলক্ষে তার চারটি নাটক রিলিজ হয়েছে। লেজার ভিশনে ইউটিউব চ্যানেলে দেখা যাবে তার তিনটি নাটক। বাকি একটি নাটক রিলিজ হয়েছে রবি বিঞ্জ অ্যাপে পরিচালক এমনটাই জানালেন।
তিনি বলেন, ‘ঈদের আনন্দকে মাথায় রেখে নাটকগুলো নির্মাণ করেছি। আশা করছি দর্শক উপভোগ করবেন।
সেই ধারাবাহিকতায় আজ ১৭ জুলাই রবিবার বিকেল তিনটায় লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে ‘ক্রেজি লাভার’ নাটকে অভিনয় করেছেন জাহের আলভী, সামিয়া অথৈয়, শিখান খান মৌ, ইমরান হোসাইন হাসো, এইচ কে স্বাধীন, মুকুল খান।
নাটকটি রচনা করেছেন আরিফ খান স্বাধীন। এটিও দেখা যাবে লেজার ভিশনে। চিত্র গ্রহনে ছিলেন হাসান জুয়েল, সম্পাদনা ও কালার করেছেন টিডি দিপক, সঙ্গীত পরিচালনা করেছেন সজীব দাস, টাইটেল গানটি গেয়েছেন রাজন রোমান ।
পাঠকের মন্তব্য