মসজিদের এসির ব্যবহার নিয়ে কথাটি আসলো কেন ?

এম গোলাম ছারওয়ার, গবেষক ও কলামিস্ট
এম গোলাম ছারওয়ার : জাতীয় পার্টির আমলে এ দেশের কোন মসজিদে এসি ছিলোনা। চারদলীয় জোট সরকারের আমলেও ছিলোনা। মসজিদে এসির সংস্কৃতি দেশে এনেছেন এই সরকার। আমাদের সমৃদ্ধি এর পিছনে ইন্ধন দিয়ে থাকতে পারে, যা অবশ্যই একটি ভালো উদ্যোগ। মানুষ শান্তিতে ধর্মকর্ম করুক।
ইনারাই সারাদেশে সরকারীভাবে কোটি কোটি টাকা খরচ করে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মসজিদ করার উদ্যোগ নেন। এটি কেমন কাজ হচ্ছে তা অবশ্য ইতিহাস ঠিক করবে। কারণ আধুনিক সুযোগ সুবিধা দিলেই যে ধর্মের উন্নতি হবে তা কিন্তু নয়। বলছি তাঁরা করতেছেন। তাঁদের উদ্দেশ্য সৎ।
ইসলামের প্রথম যুগে সাহাবীদের প্রায় কিছুই ছিলোনা। অথচ ধর্মের উৎকর্ষ হয়েছিলো সেই প্রথম আমলেই। পরবর্তীতে যখন সমৃদ্ধি আসা শুরু হলো, পৃথিবীর প্রান্ত থেকে প্রান্তের ভূমি করায়ত্ত হওয়া শুরু হলো, তখন ইয়াজিদেরা কি করেছে তা আমরা জানি। এ যুগের ইয়াজিদেরা কি করছে তাও আমরা দেখছি।
সেসব কথা বলতে এ লিখা নয়। কথা হলো, এসি নিয়ে যে উত্তপ্ত আলোচনা চলছে সে পরিপ্রেক্ষিতে বলছি, এসি না হলেও ধর্মের তেমন কোন ক্ষতি হয়ে যাবেনা। ধর্ম বরং অভাবের ভূমিতেই সবচেয়ে পরিশীলিতভাবে উৎকর্ষ লাভ করে।
সরকারকে ধন্যবাদ খুব অল্প সময়ের ভিতরে 'মসজিদে এসি ব্যবহার করা যাবে' মর্মে ঘোষণা দিয়ে জল্পনাকল্পনার ডানা ছেঁটে দেয়ার জন্য। কথা হলো, ধর্ম যেহেতু একটি স্পর্শকাতর বিষয়, সেহেতু মসজিদের এসির ব্যবহার নিয়ে কথাটি আসলো কেন ?
আমরা বরং সরকারের কাছে অনুরোধ করবো, সরকার যেন নির্দেশনা দেন, আপদকালীন সময় বিবেচনা করে সরকারী বেসরকারী অফিসগুলো যেন আপাতত এসি ব্যবহার না করে ফ্যান চালিয়ে পরিস্থিতির সাথে সমঝোতা করেন। লোডশেডিং মোকাবেলায় সরকার বাকী যেসব নির্দেশনা দিচ্ছেন সেগুলো ঠিক আছে। এগুলো দূরদর্শী সিদ্ধান্ত হচ্ছে।
বিদ্যুৎ একটি অনন্ত সমস্যা নয়। আমাদের রূপপুর পারমানবিক বিদ্যুৎকেন্দ্র চালু হলে আমাদের বিদ্যুৎ সমস্যা নিশ্চয় কেটে যাবে। আমাদের দাবি আরেকটা।
সেটা হলো, আজকের সমস্যা পিছনে কোভিড, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের চেয়েও বড় দায়ী যেসব লুটেরারা তাদের লুটের সম্পদ দেশে ফিরিয়ে আনতে হবে, যাদের কারণে আমাদের আজকের সমস্যা।
আমরা কানাডা, আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া আর ব্রিটেনে আমাদের পাচার হয়ে যাওয়া অর্থগুলো ফেরত চাই। সরকার অন্তত সে প্রক্রিয়া শুরু করুক।
ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক : Md Golam Sarwar
লেখক : গবেষক ও কলামিস্ট
পাঠকের মন্তব্য