শিউলি আরোহীর লেখা কবিতা : 'আমি বড্ড একা'

শিউলি আরোহীর লেখা কবিতা
'আমি বড্ড একা'
শিউলি আরোহী
মনটা আমার অতি শুভ্র রঙিন বর্ণে ঘেরা
সাদা স্বচ্ছ মনে ভীষন ভাবে কে যেনো আঘাত হানে !
আমি তাকে শুধাইনা কিছু-
বারংবার স্বচ্ছ মন আমায় কহিতে থাকে
হয়ে গেছোস তুই অকেজো !
তোর আত্বাকে জাগ্রত কর
বেহুস হয়ে ঘুরে বেড়াসনে সন্যাসীর বেশে ওরে পাগল!
তুইতো অতি সতন্ত্র ভীষণ নীর;
তুই কেনো ঘাবড়ে যাস ওরে প্রিয় বীর ?
মনকে হেসে উত্তর দেই দিবসে-
তারা ভরা রাতে স্বপ্নের সাঘরে বেশে যায়না কেনো সে ?
শূণ্যতা অনুভব করেনা কেনো সে; আমি বিহনে ?
বড্ড স্তব্দ আজ আমি !
সে কেনো আমায় একটি বারের জন্যে শুধায়না
কেনো হয়ে গ্যাছো স্তব্দ ?
জরে পরছে কেনো তোমার মনের সর্বস্ব পুস্পস্তবক ?
বড্ড অভিমান করে শুধাই মোর মনের আবেগকে-
কেনো জানিনা চন্দ্র রজনীতে আর তাকে দেখার স্বাদ জাগেনা !
চারিদিকে কালো বর্ণের আবছায়া আমায় গ্রাস করে আছে সর্বক্ষন
কান্নায় দুটি আঁখি বেশ ছলছল;
তাইতো আজ আমি বড্ড একা-
ওরে প্রিয় মন !
পাঠকের মন্তব্য