নতুন গান নিয়ে জীবন-রুমি জুটির প্রত্যাবর্তন

নতুন গান নিয়ে জীবন-রুমি জুটির প্রত্যাবর্তন

নতুন গান নিয়ে জীবন-রুমি জুটির প্রত্যাবর্তন

জনপ্রিয় গানের সুবাদে গীতিকার ও গায়ক-সংগীত পরিচালক জুটি গড়ে ওঠে। সেরকমই একটি  সফল জুটি  রবিউল ইসলাম জীবন ও আরফিন রুমি। কেননা এই যুগল অতীতে উপহার দিয়েছেন বেশ কয়েকটি শ্রোতানন্দিত গান।

এই জুটির জনপ্রিয় গানের তালিকায় রয়েছে বাংলাদেশ ক্রিকেটের অবিচ্ছেদ্য গান ‘জ্বলে ওঠো বাংলাদেশ’, ‘সহে না যাতনা’, ‘প্রতিদিন দেখি তোমায়’, ‘এতটা ভালোবাসি তোমায়’, ‘প্রেমের পথে’, ‘পাগলী সুরাইয়া’র মতো গানগুলো।

জীবনের কথায় রুমির সুর কিংবা গায়কী শ্রোতারা অনেকদিন ধরেই পাচ্ছিলেন না। সেই বিরতি এবার শেষ হচ্ছে। আজ প্রকাশিত হচ্ছে তাদের ‘খুব আদরে’ শিরোনামের গান।

বরাবরের মতো সুর-সংগীত করেছেন আরফিন রুমি নিজেই। এতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের গায়িকা আতিয়া আনিসা। এরইমধ্যে নির্মাণ করা হয়েছে গানটির ভিডিওচিত্র। মাসুদ রানা অনিকের পরিচালনায় এতে মডেল হয়েছেন আরফিন রুমি ও সামিহা আক্তার।

গানটি নিয়ে গীতিকার রবিউল ইসলাম জীবন বলেন, ‘আরফিন রুমি ভাইয়ের সঙ্গে বেশ কিছু গান করা হয়েছে। তবে গত কয়েক বছর ধরে নানা কারণে নতুন গান করা হয়নি। এ নিয়ে ভক্ত-শুভাকাঙ্খীরা আবদার জানিয়ে আসছিলেন। অবশেষে সেই আবদার পূরণ হচ্ছে। আশা করছি, আগের গানগুলোর মতো এটিও শ্রোতারা পছন্দ করবেন।’

পাঠকের মন্তব্য