ফাতেমা ইসরাত রেখার কবিতা : 'মনের দেয়ালে ছায়া'

ফাতেমা ইসরাত রেখা'র কবিতা

ফাতেমা ইসরাত রেখা'র কবিতা

মনের দেয়ালে ছায়া 

ফাতেমা ইসরাত রেখা 

বারোয়ারী সিন্ধুর বুকে আমি একলা পথিক 
এক সমুদ্র ঢেউ; 
আমার মতো কেউ নেই চেয়ে দেখো সবে 
পুরানো রীতিতে ফুরায়েছে পুরানো পাতা 
হয়তো নতুনের সন্ধানে। 

দূরে থাকা সবুজ পাতার গল্পের দিন 
দূরত্বেই বাড়িয়েছে জীবনের ঋণ,
বাড়িয়েছে লোভ, বাড়িয়েছে বোঝা কিছু 
উৎসব থেমে গেছে বিকেলের পাড়ে 
থেমে গেছে সুর শেষ বেলার। 

আমি একলা পথিক প্রহর শেষে যেনো
হলুদ সন্ধ্যার নিকোনো উঠোনের 'পরে। 

আমি তো বলি না সেসব স্মৃতি শুধু 
ভাবনার সাগরে তুফান নেড়ে যাক 
সকলের বুুকের স্পন্দনে অবিরাম ঝরে 
বিষাদের আগুনে পোড়াক। 

কত রাত ঝরে গেছে সময়ের মুখে 
কত রাত আরও আছে বাকী,
সবার পায়ের শব্দে সুর নিভে গিয়ে 
অন্ধকারে ঢেকে গেছে গোধূলির রাখী।

তারপর, আমি এসেছি রিক্ত হাতে, 
নিজেকে ভীষণ বেমানান মনে হয় তাই
তোমাদের মতো মানুষের ভিড়ে। 

কাল যা ছিলো চির আপন মনের আঙিনায় 
আজ তা কেবলই পুরানো ক্ষত 
পুরানো আঘাতের চিহ্নগুলো বার বার 
ভেসে ওঠে আজও নতুনের মতো। 

জানি তুমি রয়েছো হয়তো কোথাও ভালো
তবু আমি হারিয়ে ফেলেছি বুঝি, 
মনের দেয়ালে ছায়া হয়ে মিশে আছো 
একলা লাগে তবুও কেনো দ্বিধা সংশয়ে 
কেনো তোমাকেই হারিয়ে বার বার খুঁজি ? 

নির্ঘুম চোখ, ছিন্ন দেহে ব্যথিত মনের হাহাকার 
রাতের শরীরে তুমি, সিন্ধুর ঢেউ লুটে হাওয়া 
তোমার মতো এমন প্রিয় কেউ নেই আর।

পাঠকের মন্তব্য