‘পাপবাজার’ মুগ্ধতা ছড়াচ্ছেন কাজী নওশাবা আহমেদ 

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ

সম্প্রতি, ‘Actor's Lab’ অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘পাপবাজার’। ২৪ মিনিট ৫৭ সেকেন্ড এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অনিক কান্তি সরকার এবং প্রযোজনা করেছেন কাজী রাকীব। চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য লিখেছেন নোমান হোসেন ও অনিক কান্তি সরকার এবং চিত্রগ্রাহক ছিলেন কমল চন্দ্র দাস।

চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কাজী নওশাবা আহমেদ। আরও অভিনয় করেছেন আলভি মামুন, কাজী রাকিব, নোমান হোসেন, কাজী আনিসুল হক বরুণ, তাহসিনা ফেরদৌস রিনিয়া। 

এছাড়াও, চলচ্চিত্রটিতে ‘দুনিয়াটা পাপের বাজার’ শিরোনামের একটি গান এরই মধ্যে মুগ্ধতা ছড়িয়েছে দর্শক হৃদয়ে। 

শাহীন রেজা রাসেলের লেখায় গানটিতে কণ্ঠ দিয়েছেন জাহিদ মোহাম্মদ এবং সুর ও সঙ্গীতায়োজন করেছেন এস. এম নাসির। এছাড়াও, চলচ্চিত্রটিকে ঘিরে প্রতিটি সংলাপই আমাদের চলমান বাস্তব পরিস্থিতির বুকেই যেন বারবার কষাঘাত করে চলে! 

একজন প্রতিভাবান অভিনেত্রী হিসেবে সব চরিত্রেই নিজেকে মানিয়ে নেবার এক দারুণ দূরদর্শীতা রয়েছে কাজী নওশাবা আহমেদের। তদ্রুপ, ‘পাপবাজার’ দিয়েও তিনি তার অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন আর দর্শকদের মুগ্ধ করেছেন ব্যতিক্রমী এক সাহসী চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে।

পাঠকের মন্তব্য