ফাতেমা ইসরাত রেখা'র কবিতা- 'অনর্গল প্রলাপ'

ফাতেমা ইসরাত রেখা'র কবিতা

ফাতেমা ইসরাত রেখা'র কবিতা

অনর্গল প্রলাপ  
ফাতেমা ইসরাত রেখা 

তোমরা আগুন দেখেছো নিশ্চয়ই 
দেখেছো তার পোড়ানোর ক্ষত, দহন যন্ত্রণা 
তোমরা কি জানো! আগুনেও ভিজে যাওয়া যায় ! 

শৈশব ক্ষয়ে, যৌবন পুড়ে প্রতীক্ষার আগুনে 
যতো বার মৃত্যু হয়, ততো বারই নতুন জন্ম হয়; 
রক্তের বিনিময়ে বিনোদন শেষ হলেই 
জলের মুখেও ভাষা ফুটে অনর্গল প্রলাপে। 

তোমরা আকাশ দেখেছো সীমাহীন 
দেখেছো তার নীলের বাহার দিক দিগন্ত জুড়ে- 
আমি তো অপেক্ষার প্রহর গুনি নীল মুছে 
কখন মেঘলা বইবে আকাশের বুক ফুঁড়ে। 

ধূসর গোধূলি ধোয়া চোখে, লুকানো ব্যথা মুছে
আমার শরীরে এক পশলা বৃষ্টি হবে কবে ! 
অধিকারহীন বুকের পাঁজর, অধিকার ধুয়ে দিবে। 

তোমরা দেখেছো পৃথিবীতে কত ঘটনার ঘনঘটা 
দেখেছে কি তার পিছনের যত নিদারুণ বাস্তবতা ! 
কত ঘর ভাঙে, কত মন পোড়ে, কত চিতা জ্বলে চুপে
মৃতের চেয়ে জীবিত জনে কত যন্ত্রণায় ধুঁকে ? 

বুকের ভিতর খঞ্জর হানে কৃতঘ্ন হায়েনার দল 
সুযোগ সন্ধানে আপন সেজে করে শত কৌশল,
যে সয়ে যায়, বারবার কেন তাকেই মরতে হয় ! 

অধিকারের খেলা কোথায় খেলবে আর 
কার সাথেই হবে বোঝাপড়া এক জীবনে 
হবে বাকী খাতার হিসাবের নামতা পাঠ ! 

মনে রেখো তবু একদিন বাতাস বলবে কথা 
আমি ফিরে আসবো আগুন বৃষ্টি হয়ে পুনর্বার 
পোড়াবো খুব তৃষ্ণার্ত পীড়িতের অত্যাচারী বুক 
পারলে থামিও নিদান সেদিন, শিখন্ডী সমাজ।

পাঠকের মন্তব্য