বাংলাদেশ পুলিশের প্রতি আমার অসম্ভব দুর্বলতা

মুনজুরুল করিম

মুনজুরুল করিম

বাংলাদেশ পুলিশের প্রতি আমার অসম্ভব দুর্বলতা। ক্যারিয়ারের শুরু থেকে তাদের সাথে আমার কাজের সম্পর্ক। কেউ কেউ আবার অতি আপনজন হয়ে গেছেন। আবার গত ৩ বছর ধরে দেখছি, পুলিশের ভাবমুর্তি উন্নয়নের জন্য কতকিছু করছেন তারা। এ ব্যাপারে তাদের আন্তরিকতারও কোন অভাব নেই। তারা সত্যিকার অর্থেই চান মানুষ পুলিশের কাছে এসে সেবা পাক। কিন্তু মাঠ পর্যায়ে কি হচ্ছে ? 

আমার নিজের আজকের অভিজ্ঞতা বলি- 

সকালে উঠে শুনি, আমার বাসার নিচে গ্যারেজে রাখা গাড়ী থেকে দুটি লুকিং গ্লাস চুরি হয়ে গেছে। সারাদিন নষ্ট করার জন্য সকালের এই খবরটাই যথেষ্ট। কিছুক্ষণ পর ভাবলাম, থানায় একটা অভিযোগ দিয়ে রাখি। কিছু হয়তো হবে না, কিন্তু অভিযোগটা থাকুক। একুশে টিভির ছোট ভাই রিশান একজন অফিসারের নম্বর দিলো। আমি বাসার কাছে রূপনগর থানায় গেলাম। ডিউটি অফিসারের রুমে গিয়ে ঐ অফিসারকে খুঁজলাম। তারা জানালো- সে বাইরে আছে। আমি তাদের অনুমুতি নিয়ে বসলাম। 

কিছুক্ষণ পর ঐ অফিসার আসলেন। তিনি ডিউটি অফিসারকে বললেন- 'স্যার, উনার বাসার গ্যারেজ থেকে গাড়ির লুকিং গ্ল্যাস চুরি হয়ে গেছে। ডিউটি অফিসারের নাম কামরুল। তিনি সম্ভবতঃ আগে থেকেই রেগে ছিলেন। বললেন- এখন আমরা কি করবো ? আমাদের কিছু করার নাই। তার কথার ধরণ শুনে মনে হলো- আমি যেন তাদের দয়া ভিক্ষা করতে গেছি। 

আমি যে অফিসারকে ফোন করে গিয়েছিলাম তিনি কামরুল সাহেবকে বুঝানোর চেষ্টা করলেন। কিন্তু কামরুল সাহেবের মেজাজ তখন আরও বাড়তির দিকে। এরপর আমাকে জিজ্ঞেস করলেন- আপনার বাসায় সিসি ক্যামেরা আছে ? আমি বললাম- না। তারপর তিনি আরও রুক্ষ হয়ে গেলেন। এরপর তিনি ঐ জুনিয়র অফিসারের উপর চড়াও হলেন। এবং অপমানসূচক কথা বলা শুরু করলেন। 
শেষমেশ আমি বললাম- থাক, আমার অভিযোগ করা লাগবে না। 

এরপর থানা থেকে চলে এসেছি। 

এখন বলুন- আমি কি গিয়ে বলেছিলাম যে আমার লুকিং গ্লাস উদ্ধার করে দেন ? আমি কি বলেছিলাম যে, এখনই আমার বাসায় গিয়ে তদন্ত করেন ? না। ভেবেছিলাম, পুলিশ হয়তো চেষ্টা করবে বা আমার করণীয় সম্পর্কে পরামর্শ দেবে। কেউ একজন আমাকে চিমটি দিলেও তো আমার অধিকার আছে থানায় গিয়ে অভিযোগ করার। আমরাই তো খবরে প্রচার করি যে, পুলিশ কত কত ক্লুলেস অপরাধের কূলকিনারা করে ফেলছে। তাদের তদন্ত তো শুধু সিসি ক্যামেরার উপরই নির্ভর করে না। সিসি ক্যামেরা আসার আগে কি পুলিশ তদন্ত বা অনুসন্ধান করেনি? তখন কি অপরাধী ধরা পড়তো না ?  

কোন কিছু না পারলেও একটু স্বাভাবিক ব্যবহার তো করতে পারে !!! 

শুধু আমিই কি এমন অভিজ্ঞতার ভেতর দিয়ে গেলাম ! পুলিশের যে কর্তারা চান, বাংলাদেশ পুলিশ জনগণের পুলিশ হোক, তাদের এমন চাওয়াকে সাধুবাদ জানাই। কিন্তু প্রদীপের আলোর নিচে যে অন্ধকার, সেখানে আলো ছড়াবে কে ? সেই অন্ধকারের পথ ধরেই তো সাধারণ মানুষকে সেবাপ্রত্যাশী হতে হয়।

ফেসবুক স্ট্যাটাস লিঙ্ক- Munzurul Karim
লেখক- সাংবাদিক 

পাঠকের মন্তব্য