ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় জাবি ছাত্রলীগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ২০২১-২২ সেশনের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের সহযোগিতা করতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জাবি শাখা ছাত্রলীগ।
আজ রবিবার (৩১ জুলাই) বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউট এবং কলা ও মানবিক অনুষদভুক্ত সি ইউনিটের' ভর্তি পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (৩১জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে ভর্তিচ্ছুদের সহযোগিতা করতে ১০দফা কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ক্যাম্পাসে চলাচলের জন্য প্রতিটি পয়েন্টে দিকনির্দেশনামূলক পথচিহ্ন প্রদান, ভর্তি তথ্য সহায়তা কেন্দ্র স্থাপন এবং সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োজিত রাখা।
এছাড়াও অভিভাবকদের জন্য বিশ্রাম ছাউনি, সুপেয় পানির ব্যবস্থা, মাস্ক বিতরণ, জরুরি সেবা দিতে প্রাথমিক চিকিৎসা সেবা বুথ স্থাপন করে জাবি ছাত্রলীগ। জরুরি মুহূর্তে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের পোঁছে দিতে রেখেছে 'জয় বাংলা বাইক সার্ভিস'। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তায় হুইলচেয়ার ও লজিস্টিক সরবরাহসহ শিশুদের জন্য মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি আক্তারুজ্জামান সোহেল বলেন, বাংলাদেশ ছাত্রলীগ সৃষ্টির শুরু থেকে দেশের যেকোন প্রয়োজনে সবার আগে এগিয়ে গেছে। তারই ধারাবাহিকতায় জাবি ছাত্রলীগ ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহয়তায় কিছু সার্ভিস চালু করেছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তথ্য সহায়তা কেন্দ্র রয়েছে, মেডিক্যাল ক্যাম্প রয়েছে, কোনও শিক্ষার্থী ভুলক্রমে ন্য কোনও কেন্দ্রে এলে তাকে যথাসময়ে তার কেন্দ্রে পৌঁছে দিতে জয় বাংলা বাইক সার্ভিস চালু রয়েছে। প্রতিবন্ধী শিক্ষার্থীদের সহায়তা করতে হুইলচেয়ার ও লজিস্টিক সরবরাহ করা হচ্ছে। চলমান পরীক্ষাগুলোতে শিক্ষার্থীদের সহায়তা করতে আমাদের সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন বলেন, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের নির্দেশক্রমে জাবিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহযোগিতায় জাবি ছাত্রলীগ বিভিন্ন কার্যক্রম গ্রহন করেছে। ভর্তি তথ্য সহয়তা কেন্দ্র, জয় বাংলা বাইক সার্ভিস এবং অভিভাবকদের জন্য বিশ্রাম ছাউনির ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও মহিলাদের জন্য নামাযের ব্যবস্থা এবং মাতৃদুগ্ধ কর্ণার স্থাপন করা হয়েছে। এছাড়াও ভর্তিচ্ছু শিক্ষার্থীদের যেকোন সমস্যায় জাবি ছাত্রলীগ পাশে থাকবে।
পাঠকের মন্তব্য