বনদস্যু বনকর্মীদের পাল্টা গোলাগুলিতে কিশোর নিহত  

বনদস্যু বনকর্মীদের পাল্টা গোলাগুলিতে কিশোর নিহত  

বনদস্যু বনকর্মীদের পাল্টা গোলাগুলিতে কিশোর নিহত  

কক্সবাজারের চকরিয়ায় রাতে আধারে সংরক্ষিত বনের ভিতরে বনদস্যুর সাথে বনকর্মীদের পাল্টা গোলাগুলিতে একজন নিহত, বনকর্মী সহ তিনজন গুরুত্বর আহত হয়েছেন।

রবিবার রাত সাড়ে ৯টার দিকে চকরিয়াস্হ ফুলছড়ি রেঞ্জের অধিন খুটাখালী বনবিটের ফকিরাখোলা এলাকার সংরক্ষিত বনে এঘটনা ঘটেছে।

নিহত- শহিদুল ইসলাম (১৬) প্রকাশ-গুরা মনিয়া, পাবর্ত্য ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ফকিরাখোলা এলাকার নুরুল আমিনের ছেলে, আর আহতরা হলেন, একই এলাকার আব্দুল্লাহ ছেলে সফিউল্লাহ (২০), নুরুল আলমের ছেলে হুমায়ুন (১৮) ও বনকর্মী (ভিলেজার) চকরিয়ার খুটাখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের গর্জনতলী এলাকার মৃত আবু শরীফের ছেলে ছৈয়দ হোসেন (৪৮)।

নিহতের চাচাতো ভাই মামুন জানান, সফিউল্লাহ ও হুমায়ুন মিলে পানের বরজে দেওয়ার জন্য বন থেকে ছোটকাট বাঁশ আর গাছের খুঁটি বা খোঁয়া কেটেছে। দিনের বেলায় তারা এসব আনতে না পেরে রাতে ছোট গাড়ী নিয়ে আনতে যাওয়ার সময় নিহত শহিদুল ইসলাম গুরা মনিয়াকেও ডেকে নিয়ে যায় তারা। খবর পেয়ে এসময় খুটাখালী বনবিটের বনকর্মী তাদেরকে গুলি করেছে। এতে ঘটনাস্থলে গুলি খেয়ে তিনি মারা যান। অপর দুইজনও গুলিবিদ্ধ হয়। 

এখবর পেয়ে গতরাত প্রায় ১টার দিকে চকরিয়া থানার পুলিশ আসলে, এলাকাবাসী সহ নিহত, আহত পরিবারের লোকজন গিয়ে তাদেরকে উদ্ধার করেছে। আহতরা হাসপাতালে চিকিৎধিন আছেন। তবে এরমধ্যেও একজনের অবস্হা আশংকা জনক।

এবিষয়ে ফুলছড়ি রেঞ্জকর্মকর্তা ফারুক আহমদ বাবুল বলেন, রবিবার রাতে খুটাখালী বনবিটের অধিন ফকিরাখোলা এলাকার সংরক্ষিত বনের গাছ কেটে গাড়ীতে উঠাচ্ছে। এমন খবর পায় বিটকর্মকর্তা। তখন অত্র বিটের এফজি সহ কয়েক ভিলেজারকে ঘটনাস্থলে পাঠায়। তারা ঘটনাস্থলে গিয়ে বনদস্যুদেরকে বাঁধা প্রদানের চেষ্টা করলে, বনদস্যুরা বনকর্মীদেরকে লক্ষ্য করে গুলি করে।এসময় প্রাণ রক্ষার্থে বনকর্মীরাও উপরের দিকে পাল্টা গুলি ছুটে। তখন বনদস্যুরা ছিড়াছেটা হয়ে যায়।

এক পর্যায়ে বনদস্যুদের করা গুলিতে নাকি একজন বনদস্যু নিহত হয়েছে। তবে তাদের গুলি আর দা'য়ের কুপে আমার একজন ভিলেজার গুরুত্বর আহত হয়। এসময় জব্দ গাড়ীটি তারা নিয়ে যায়। যাওয়া পথে আমার আরেকজন লোককে ধরে নিয়ে যায়। রাতে পুলিশ গিয়ে তাকেও উদ্ধার করেছে। উদ্ধারকৃত আহত বনকর্মী বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধিন আছেন। বিষয়টি আমি থানা সহ আমার ডিপার্টমেন্টের উর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি। এবিষয়ে বন আইনে ব্যবস্হা নেওয়া হবে।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, বনের ভিতরে বনদস্যুদের সাথে বনকর্মীদের মধ্যে পাল্টা গোলাগুলি হয়েছে বলে জানিয়েছেন রেঞ্জকর্মকর্তা ফারুক। তখন আমি ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ সহ তিনজন লোককে আহত অবস্হায় উদ্ধার করা হয়। মরদেহটি ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। আহতরা চিকিৎধিন রয়েছেন। তবে এখনো লিখিত কোন অভিযোগ বা এজাহার পায়নি।

এবিষয়ে কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, সাধারণত বনকর্মীদের গুলিতে মানুষ মারা যায় না, আসলে কার গুলিতে মারা গেছে ময়না তদন্তের রিপোর্টে বুঝা যাবে। 

পাঠকের মন্তব্য