খোরশেদ আলমের কবিতা : 'আমার গ্রাম' 

খোরশেদ আলমের কবিতা : 'আমার গ্রাম' 

খোরশেদ আলমের কবিতা : 'আমার গ্রাম' 

আমার গ্রাম
খোরশেদ আলম

কেউবা যদি শুধায় আামায়; মোর গ্রামের কথা, 
সমস্বরে বলিব আমি সবগাঁয়ের মাতা।
আছে এমনি চরণাপথ- 
যার দুধারে আমারি তুল্য ঘাস; 
হেলে হেলে দোল খায় বাতাশে সা সা।

আছে এমনই শস্যক্ষেত
সবুজ, সুনালি, রুপালি হরেক রঙের ছড়াছড়ি,
আঁখি মেলে দেখলে যাবে সকলের মন জুড়ি।
ফুটে এমনি কুসুম- 
জুই, জবা, হাসনাহেনা, বকুল আর রজনীগন্ধা পলাশ
ভোরের অনিল চাদিকে ছড়ায় তাদের ঘ্রাণময় সুবাস।

আছে এমনি গাছগাছালি- 
আম, জাম, কাঁঠাল, অশ্ব আর বেল বট
যা থেকে আসে শ্রীস্বাদ লাবণ্যময় ফলের আরট।
টুনটুনি, টিয়ে, ময়না, চড়ই আর তৃণভোজী; 
হাঁস, মুরগি, কুকুর, বিড়াল, শিয়াল আার মাংসভোজী।
আছে ভয়াল বঙ্গোপসাগর-  
দেয় মধুময়ী লোনা জল অভিরাম,
ইলিশ, বোয়াল, ল্যাইট্টা, রুপচাঁদার গোড়ম।

হয় এমনি আবহাওয়া 
শীত-হেম-বসন্ত মায়ের মতন শান্ত
উত্তাল তাপজলের তরঙ্গমালা বর্ষা-শরৎ-গ্রীষ্ম। 
আছে এমনি জনপদ
খড়চন, বেড়াটিন, ইটের চারচালা বাড়িঘর,
সবুজে ঘেরা স্কুল মাদরাসা, মন্দির মসজিদের প্রান্তর।

আছে এমনি মানুষ- 
শ্রী, বিশ্রী, লম্বাখাট কালো আর লাল,
সাদাসিধে, ভালোমন্দ আর উৎশৃঙ্খল।
এ আমার গ্রাম।

পাঠকের মন্তব্য