গোয়ালন্দে ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার রহস্য উন্মোচন

গোয়ালন্দে ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার রহস্য উন্মোচন

গোয়ালন্দে ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার রহস্য উন্মোচন

গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দ কাদের ফকির টেকনিক্যাল কলেজের বারান্দায় মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা (৭০) হত্যা মামলার ঘটনার সাথে জড়িত আসামী মোঃ সাঈদ ফকির (৩৫), পিতা-চেনোর উদ্দিন ফকির, গ্রাম নছর উদ্দিন সরদার পাড়া, থানা গোয়ালন্দঘাট জেলা-রাজবাড়ীকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই/দেওয়ান শামীম খান সঙ্গীয় ফোর্সসহ ০৩/০৮/২০২২ তারিখে সন্ধ্যা সাড়ে ৭ টার সময় গোয়ালন্দঘাট থানাধীন মইজউদ্দিন মন্ডল পাড়া এলাকা থেকে গ্রেফতার করেন।

 গ্রেফতারকৃত আসামী সাঈদ ফকিরের স্বীকারোক্তি ও দেখানো মতে হত্যা কান্ডে ব্যবহৃত একটি ধারালো চাকুটি জুরান মোল্লা পাড়া সাকিনস্থ (কলেজপাড়া) উজ্জল সরদার এর বাড়ীর পাশে ইয়াস ক্যাবল নেটওয়ার্ক লিমিটেড এর মালিকানাধীন ঘাস ক্ষেতের পাশে ঝোপ ঝাড়ের মধ্যে থেকে উদ্ধার করে স্থানীয় সাক্ষীদের মোকাবেলায়  জব্দ করা হয়।

 মামলার এজাহার সূত্রমতে গ্রেফতারকৃত আসামী জানায় উক্ত মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদা (৭০) এর নিকট থাকা টাকা নেওয়ার সময় বাধা দেওয়ার তাকে হত্যা করে। এবং যাওয়ার সময় উদ্ধারকৃত স্থানে চাকুটি ছুড়ে ফেলে দেয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মানসিক ভারসাম্যহীন ভিক্ষুক তৈয়ব পেয়াদার হত্যার অপরাধে সাঈদ ফকিরকে আটক করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পাঠকের মন্তব্য