তারাকান্দায় শেখ কামালের জন্মদিন পালিত 

তারাকান্দায় শেখ কামালের জন্মদিন পালিত 

তারাকান্দায় শেখ কামালের জন্মদিন পালিত 

ময়মনসিংহের তারাকান্দায় বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। আজ শুক্রবার তারাকান্দা উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি উদযাপিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চত্বরে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। উপজেলা পরিষদ ও প্রশাসন, সহকারী কমিশনার( ভূমি) উপজেলা আওয়ামী লীগ, তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পৃথক পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন।
 
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মিজাবে রহমতের সভাপতিত্বে শেখ কামালের জীবনী নিয়ে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাডভোকেট ফজলুল হক, ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম নয়ন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার কাঁকন, উপজেলা কৃষি অফিসার রকিব আল রানা, উপজেলা শিক্ষা অফিসার নিলুফা হাকিম প্রমুখ।

আলোচনা শেষে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় অর্ধশতাধিক বেকার যুবকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

পাঠকের মন্তব্য