মাদারীপুরের শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

মাদারীপুরের শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন
আজ ৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র ও ক্রীড়া সংগঠক শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনি উপজেলা প্রসাশনের আয়োজনে সকালে উপজেলা হল রুমে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে আলোচনা সভায়ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগ নেতা মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.আবদুস সোবহান গোলাপ এমপি।
আলোচনা সভায় আন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য তাহমিনা বেগম, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনচার্জ শামিম হাসান, লসমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ জলিল আকন, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক হাওলাদার প্রমুখ।
পাঠকের মন্তব্য